scorecardresearch
 

Mithai-Soumitrisha: আদৃত নয়, জনের সঙ্গে জুটি বাঁধতে চান সৌমিতৃষা! নিজেই জানালেন মিঠাই

Mithai Soumitrisha Kundoo: অ্যওয়ার্ড শো-তে প্রতিবারের ন্যায় এবারও, ব্যাক স্টেজে ছিল মজার আড্ডা, লাইভের ব্যবস্থা। সেখানেই অভিনেতাদের জিজ্ঞেস করা হয়েছিল কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন। চলুন দেখা যাক উচ্ছেবাবুর তুফানমেইল কী কী উত্তর দিলেন। 

Advertisement
সৌমিতৃষা কুণ্ডু ও জন ভট্টাচার্য (ছবি: ইন্সটাগ্রাম) সৌমিতৃষা কুণ্ডু ও জন ভট্টাচার্য (ছবি: ইন্সটাগ্রাম)
হাইলাইটস
  • গত কয়েক সপ্তাহ ধরে TRP -তে  শীর্ষস্থান নেই 'মিঠাই'।
  • তাও দর্শকদের মনের কাছে রয়েছে এই মেগা।
  • সোনার সংসার অ্যওয়ার্ডে 'মিঠাই' -র ঝুলিতে একাধিক পুরস্কার।

TRP -তে  শীর্ষস্থান না মিললেও, 'মিঠাই' (Mithai) এখনও মনের কাছের বাংলা টেলিভিশনের (Bengali Television) দর্শকদের। ধারাবাহিকের মতো, গত এক বছর ধরে দর্শকদের আরও কাছের হয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। আর সেজন্যেই হয়তো সম্প্রতি দর্শকদের ভোটে হওয়া, জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডসে (Sonar Sangsar Awards) সেরা নায়ক সিদ্ধার্থ, সেরা নায়িকা মিঠাই। এমনকী সেরা পরিবারের পুরস্কারও পেয়েছে 'মিঠাই' ধারাবাহিক। 

সোনার সংসার অ্যাওয়ার্ডসে একেবারে গ্যামারাস ও হ্যান্ডসাম লুকে নজর কেড়েছে জি বাংলা পরিবারের সদস্যরা। বাদ যায়নি মিঠাই। এদিন সৌমিতৃষা পরেছিলেন লাল রঙা শিফন শাড়ি, সঙ্গে ছিল মানানসই স্লিক গয়না। খোলা, গোলাপ লাগানো চুলে মিঠাইরানি সকলের নজর কেড়েছেন। অ্যাওয়ার্ড শো-তে প্রতিবারের ন্যায় এবারও, ব্যাক স্টেজে ছিল মজার আড্ডা, লাইভের ব্যবস্থা। সেখানেই অভিনেতাদের জিজ্ঞেস করা হয় কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন। চলুন দেখা যাক উচ্ছেবাবুর তুফানমেইল কী কী উত্তর দিলেন। 

 

 

সৌমিতৃষা যা যা জানালেন... 

প্রশ্ন: লাভ না অ্যারেঞ্জড ম্যারেজ?  

সৌমিতৃষা: অবশ্যই লাভ ম্যারেজ।  


প্রশ্ন: এই মুহূর্তে কোনতা বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা না টাকা -পয়সা? 

সৌমিতৃষা: কেরিয়ার। 


প্রশ্ন: ছুটির দিনে কী করতে ভালোবাসেন?

Advertisement

সৌমিতৃষা: ছুটির দিনই তো পাওয়া যায় না। আর পেলে ঘুমাবো। 


প্রশ্ন: রান্না করতে জানে মিঠাই? 

সৌমিতৃষা: মিঠাই জানে, সৌমিতৃষা জানে না। আমার মা আমায় গ্যাস জ্বালাতে দেয় না। 

 


প্রশ্ন: হঠাৎ ভ্যানিস হয়ে যাওয়ার সুযোগ পেলে কী করবেন? 

সৌমিতৃষা: কলকাতার রাস্তায় ঘুরবো, শপিং মল বন্ধ হয়ে গেলে দেখব ওখানে ভূত আছে নাকি।  

 

প্রশ্ন: জীবনের কোনও স্টেরিওটাইপ ভাঙতে চান? 

সৌমিতৃষা: অলসতা কাটাতে চাই। ছুটির দিনে দুপুর ২-৩ টের আগে ঘুম ভাঙে না।


প্রশ্ন: আদৃত ছাড়া কার সঙ্গে জুটি বাঁধতে চাইবেন? 

সৌমিতৃষা: জন ভট্টাচার্য, আমাদের ধারাবাহিকের ওমি আগরওয়াল।  

 

Advertisement