Adrit- Oindrila: 'দাদাভাই'-র হাতে রাখি পরালেন নীপা! নেটিজেনরা প্রশ্ন তুললেন 'দিদিয়া'-কৌশাম্বিকে নিয়ে

Adrit- Oindrila: এমনকী অনস্ক্রিন দাদা সিদ্ধার্থকে রিয়েল লাইফেও 'দাদাভাই' বলেই ডাকে সে। বাস্তবে আদৃতও খুবই স্নেহ করেন ঐন্দ্রিলাকে। সেটেই দাদাভাইয়ের হাতে রাখি পরালেন নীপা। 

Advertisement
'দাদাভাই'-র হাতে রাখি পরালেন নীপা! নেটিজেনরা প্রশ্ন তুললেন কৌশাম্বিকে নিয়ে  আদৃত রায়, ঐন্দ্রিলা সাহা ও কৌশম্বী চক্রবর্তী

এই মুহূর্তে বাংলার সেরার সেরা ধারাবাহিক (Best Serial)  মনে করা হয় 'মিঠাই' (Mithai)- কে। আর সেখানেই নীপা চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)। হল্লা পার্টির মধ্যে সবচেয়ে ছোট ঐন্দ্রিলা। তাই সকলের খুব আদরের সে। এমনকী অনস্ক্রিন দাদা সিদ্ধার্থকে রিয়েল লাইফেও 'দাদাভাই' বলেই ডাকে সে। বাস্তবে আদৃতও (Adrit Roy) খুবই স্নেহ করেন ঐন্দ্রিলাকে। সেটেই দাদাভাইয়ের হাতে রাখি (Rakhi) পরালেন নীপা। 

হিন্দুদের বারো মাসে তের পার্বণ। তার মধ্যে একটি অন্যতম উৎসব হল রাখি পূর্ণিমা (Rakhi Purnima) বা রাখি বন্ধন (Rakhi Bandhan)। এবছর রাখি পূর্ণিমা পড়েছে ১১ অগাস্ট, বৃহস্পতিবার। আর বিশেষ উৎসব উদযাপন করলেন নীপা -সিডও। ঐন্দ্রিলার এক ফ্যান ক্লাবে দুটি ছবি শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আদৃতর হাতে রাখি পরিয়ে দিচ্ছেন তিনি। ভাই -বোনের দু'জনের হাতেই উপহার স্বরূপ রয়েছে চকোলেট। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Adrit Roy (@roy_adrit_)

 

আরও পড়ুন: TRP: শীর্ষে 'মিঠাই', লক্ষ্মীকে পিছনে ফেলে এগিয়ে 'গাঁটছড়া'! রেটিং চার্টে প্রথম দশে ১৫ মেগা

অন্য একটি ভিডিওতে আবার দেখা যাচ্ছে ফুলের একটি রাখি সিডের হাতে পরিয়ে দিচ্ছে নীপা। দু'জনের পোশাক দেখে বোঝা যাচ্ছে, দুটো সম্পূর্ণ আলাদা দিন। রাখির ছবি ও ভিডিও দেখে একদিকে যেমন দারুণ খুশি অনুগামীরা, অন্যদিকে নিন্দুকরা আবার কথা শোনাতেও ছাড়েননি আদৃতকে। এক নেটিজেন লিখেছেন, "তোমার বড় দিদিয়া কৌশাম্বির হাতে রাখি পড়ানোর ছবি পোস্ট করবে না?" আসলে টেলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, সম্পর্কে রয়েছেন আদৃত -কৌশম্বী। একথা ফ্যানেদেরও অজানা।      

 

 

আরও পড়ুন: 'মন ফাগুন'-র জায়গা নিচ্ছে 'মাধবীলতা'! নতুন স্লটে মিলবে না শেষ হবে ঋষি- পিহুর জার্নি?

প্রসঙ্গত, মোদক পরিবারে নীপার সারল্য, রুদ্রর প্রতি তার একতরফা প্রেম, বসুন্ধরার উপর রেগে যাওয়া, ভাই বোনেদের তাঁর প্রতি স্নেহ সবটাই তাড়িয়ে উপভোগ করেন দর্শকেরা। ঐন্দ্রিলা সাহা নিজের কেরিয়ার শুরু করেছিলেন নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স জুনিয়র'-এ সঞ্চালনার মাধ্যমে। এরপর 'রাইকিশোরী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। 'খনার বচন', 'করুণাময়ী রাণী রাসমণি', 'চুনী পান্না' -র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করার পর 'মিঠাই'-তেও সকলের মন জয় করছেন ঐন্দ্রিলা।

 

POST A COMMENT
Advertisement