Bangla Serial: স্লট পেল 'কনে দেখা আলো', পুরনো কোন মেগার কপাল পুড়ল?

Bengali Televison News: কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই চিন্তা থাকে, কপাল পুড়বে পুরনো কোন মেগার। কিংবা কোন ধারাবাহিকের স্লট বদল হবে। শেষ হচ্ছে জি বাংলার দুটি মেগা।

Advertisement
স্লট পেল 'কনে দেখা আলো', পুরনো কোন মেগার কপাল পুড়ল? ধারাবাহিকের লুকে সাইনা ও নন্দিনী

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'কনে দেখা আলো'-র। এবার বউ বদলের গল্প ফুটে উঠবে ছোট পর্দায়। এই খবর এখন প্রায় সকলেরই জানা। এত দিন সকলের মনে প্রশ্ন ছিল, কবে- কখন দেখা যাবে নতুন এই ধারাবাহিক? এবার সেই প্রশ্নের উত্তর মিলল। 

কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই চিন্তা থাকে, কপাল পুড়বে পুরনো কোন মেগার। কিংবা কোন ধারাবাহিকের স্লট বদল হবে। শেষ হচ্ছে জি বাংলার দুটি মেগা। 'মিত্তির বাড়ি'-র শেষ পর্বের শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। স্টুডিও পাড়ার খবর, শেষ হতে চলেছে 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকটিও। অনেকেই মনে করেছিলেন, 'মিত্তির বাড়ি' শেষ হলে সেই স্লট পাবে 'কনে দেখা আলো'। 

তবে সেই অনুমান ভুল। ২৫ অগাস্ট থেকে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে ৯:৩০ মিনিটে। আগে এই স্লটে ছিল 'আনন্দী'। তবে টিআরপি-তে বিশেষ জায়গা না করতে পারায় 'আনন্দী'-কে পাঠানো হচ্ছে 'মিত্তির বাড়ি'-র স্লটে। 

 

 

কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিস' অন্যতম বলিউড হিট। কিছুটা সেই গল্পের আদলেই তৈরি হচ্ছে নতুন বাংলা মেগা সিরিয়াল। শহুরে বনলতা আর গ্রামের মেয়ে লাজবন্তীর জীবন বদলে যায় ঘটনারচক্রে। ভাগ্যের ফেরে বিয়ের পরে পাল্টে যায় দু'জনের ভালোবাসার ঠিকানা। ভবিষ্যতে সঠিক আস্তানায় ফেরত গেলেও, বোঝা যায় সব কিছু অনেকটাই পাল্টে গেছে। মনের ঠিকানা ফেলে এসেছে পেছনেই। ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্পই বলবে 'কনে দেখা আলো'।

নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত ও মৈনাক ঢোল। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার আরও একঝাঁক পরিচিত মুখ। এই মেগার মাধ্যমেই প্রথমবার মুখ্য চরিত্রে পা রাখতে চলেছেন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা। প্রথমবার মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেলেন মৈনাক। এর আগে 'মিঠিঝোরা' ধারাবাহিকে স্বার্থক রূপে সকলের মন জয় করেছেন তিনি। এদিকে প্রায় আট বছর পরে, জি-এর ঘরে ফিরলেন সোমরাজ। 
 
 

Advertisement

POST A COMMENT
Advertisement