২০২৪-এর প্রথম থেকেই শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'-র নাম। আসছে এই নতুন মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন তথাগত মুখোপাধ্যায় ও পায়েল দে।
কিরণ ধরের পরিচালনায়, বাংলা টকিজের প্রযোজনায় আসছে এই নতুন মেগা। শীঘ্রই সান বাংলায় আসছে 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'। তবে কবে থেকে সম্প্রচারিত হবে, তা এখনও জানা যায়নি। কেমন হবে মেগার গল্প? আলো ওরফে আলোলিকা সিংহ রায় বিখ্যাত সংবাদপত্র 'সূর্যোদয়' পত্রিকার প্রভাবশালী উদয়ন সিংহ রায়ের পূত্রবধূ এবং সুপ্রতিষ্ঠিত ব্যাঙ্কের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্র । সংসারের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি সদস্যের সুবিধা-অসুবিধা আলোর নখদর্পণে। কিন্তু সংসারের কারও তার প্রতি কোনও নজর নেই।
১৫ বছরের দীর্ঘ সংসারজীবনে প্রাপ্য মর্যাদাটুকুও আলো পায়নি। সংসারে সে বড্ড বেমানান, আলোর মনের কোণের অন্ধকারের খোঁজ কেউ রাখে না। তাই সে মনে করে এবার ঘুরে দাঁড়াবার সময় এসেছে। সময় এসেছে নিজের প্রাপ্য মর্যাদা ফিরে পাওয়ার। কিন্তু প্রতিনিয়ত আলোকে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। সিংহরায় বাড়ির পূত্রবধূ - আলোর একমাত্র পরিচয় নয়, আলোর নিজের একটা পরিচয় বানানোর স্বপ্ন কী পূরণ হবে? এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই ধারাবাহিকের পর্দায়।
তথাগত জানান, "আমি আর পায়েল তিন বছর পর মুখ্য জুটি হিসাবে কাজ করব। এর আগে ২০২১ সালে 'দেশের মাটি'-তে মুখ্য জুটি হিসাবে কাজ করেছিলাম। এতা খুব আনন্দের একটা বিষয়। আমাদের মধ্যে একটা খুব ভাল বোঝাপড়া রয়েছে অন ও অফস্ক্রিন দুটোতেই। এছাড়া পায়েল আমার খুব ভাল বন্ধু। এখানে আমি একজন ব্যাঙ্কের কর্মচারী, বড় পোস্টে কর্মরত। বাবার বড় ব্যবসা থাকা সত্ত্বেও ফ্যামিলি বিজনেসে যোগ দেয়নি সে। বাবা- ভাই, এমনকী বৌয়ের সঙ্গে ভাল সম্পর্ক নেই। রুদ্রর সবচেয়ে ভাল বন্ডিং নিজের মেয়ের সঙ্গে। একটু রগচটা, তবে পছন্দ- অপছন্দগুলো স্পষ্ট।"
পায়েল বলেন, "আমার চরিত্র আলো বাড়ির বড় বউ। সে সব সময় চেষ্টা করে বাড়ির সকলকে ভাল রাখার, বাড়িতে সুখ- শান্তি বজায় রাখার এবং সকলকে একটা সুতোয় গেঁথে রাখার। তবে কোথাও গিয়ে নিজের সত্ত্বা সে হারিয়ে ফেলছিল। একটা সময় তার নিজের পরিচিতি নিয়ে প্রশ্ন ওঠে। এই সব কিছু কাটিয়ে সে একদিন নিজের পরিচয় গড়ে তোলে। এই পুর জার্নিটাই আসলে আলোর জার্নি।"