Om Sahani Serial: ধারাবাহিকে ফিরছেন ওম, জুটি বাঁধছেন নবাগতা মৌমিতার সঙ্গে

Oma Sahani Serial: পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে।

Advertisement
ধারাবাহিকে ফিরছেন ওম, জুটি বাঁধছেন নবাগতা মৌমিতার সঙ্গেওম সাহানি ও মৌমিতা সরকার (ছবি: ফেসবুক)

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে (Bengali Television)। সে তালিকায় যোগ হচ্ছে 'LOVE বিয়ে আজ কাল' (Love Biye Aaj Kaal) -র নাম।

স্টার জলসায় শীঘ্রই আসতে চলেছে এই নতুন মেগা। এবার জুটি বাঁধছেন ওম সাহানি (Om Sahani) ও নবাগতা মৌমিতা সরকার (Moumita Sarkar)। যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta)-র প্রযোজনায় আসছে এই নতুন মেগা। 

সদ্য প্রকাশ্যে এসেছে 'LOVE বিয়ে আজ কাল' ধারাবাহিকের প্রোমো। ওমকে এখানে দেখা যাবে, একজন দাম্ভিক- ধনী পানশালা মালিকের চরিত্রে। এখানে তাঁর চরিত্রের নাম ওম প্রকাশ ঘোষ। অন্যদিকে মৌমিতা অভিনয় করবেন শ্রাবণের ভূমিকায়। যে, একজন গায়িকার। অর্থ উপার্জনের জন্য পানশালায় গান গাইতে শুরু করে সে। তার গান শুনে মুগ্ধ হয়ে ওম, নতুন কাজের অফার দেয় বেশি টাকার বিনিময়ে। তবে প্রস্তাব শুনে, কিছু না বলেই মুখ ফিরিয়ে চলে যায় শ্রাবণ।

বর্তমানে বড়পর্দার বেশি কাজ করলেও,  ছোটপর্দারর চেনা মুখ ওম সাহানি। যদিও বহুদিন তিনি টেলিভিশনে অভিনয় থেকে দূরেই ছিলেন। যদিও নাচের রিয়্যালিটি শো তে গুরুর আসনে বসেছিলেন তিনি। নতুন  এই ধারাবাহিকের হাত ধরে প্রায় এক দশক পর আবার মেগা সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন ওম। অন্যদিকে মৌমিতা মডেলিং ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। এখন দেখার নবাগতা মৌমিতার সঙ্গে তাঁর জুটি দর্শকদের কতটা পছন্দ হয়। 

 

POST A COMMENT
Advertisement