বাংলা টেলিভিশনে একের পর এক দারুণ গল্প নিয়ে নতুন নতুন সিরিয়াল হাজির হচ্ছে। আর তারই মাঝে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল। আসলে কিছু কিছু সিরিয়াল প্রথম দিকে শুরু হওয়ার পর যেভাবে দর্শক টানতে সফল হয়েছিল পরের দিকে সেই সিরিয়ালগুলি দুর্বল গল্পের প্লটের কারণে দর্শকদের কাছে আকর্ষণ হারিয়ে ফেলেছে। যার ফলে বেশ কিছু সিরিয়াল বন্ধ হওয়ার মুখে। সেরকমই এক জনপ্রিয় সিরিয়াল 'সাহেবের চিঠি' বন্ধ হওয়ার মুখে।
বন্ধ হয়ে যাচ্ছে সাহেবের চিঠি
শোনা যাচ্ছে, এই সিরিয়াল যে চ্যানেলে সম্প্রচার হয়ে থাকে তাদের কাছে রয়েছে চারটি নতুন সিরিয়াল। আর এই সিরিয়ালগুলিকে জায়গা করে দেওয়ার জন্য পুরনো সিরিয়ালগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সাহেবের চিঠি সিরিয়াল বন্ধ করে দেওয়ার পিছনে রয়েছে নতুন সিরিয়াল 'মেয়েবেলা।'
সিরিয়ালের নায়িকা নিশ্চিত করেছেন
চ্যানেল কর্তৃপক্ষ অবশ্য এই সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে মুখ না খুললেও এই সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা দেবচন্দ্রিমা সিংহ রায় এই সিরিয়াল বন্ধ হওয়ার বিষয়ে নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন। অভিনেত্রী একটি রিলের মাধ্যমে সকলকে জানান যে এই সিরিয়াল বন্ধ হতে চলেছে।
আরও পড়ুন: Ichhe Putul: 'ইচ্ছে নদী-র প্লট ঝেপেছে...,' 'ইচ্ছে পুতুল'-র প্রোমো সামনে আসতেই চরম কটাক্ষ নেটিজেনদের
আটমাসে বন্ধ সাহেবের চিঠি
এখনও একবছরও হয়নি এই সিরিয়ালের আর এরই মধ্যে এই সিরিয়ালটি বন্ধ হতে চলেছে। সিরিয়ালের মুখ্য চরিত্রে থাকা প্রতীক সেন ও দেবচন্দ্রিমা সিংহ রায় সেভাবে সাহেবের চিঠি সিরিয়ালটিকে টিআরপি তালিকায় প্রথম দিকে নিয়ে যেতে পারেননি। তাই বাধ্য হয়ে মাত্র আট মাসের মাথাতেই এই সিরিয়াল বন্ধ করে দিতে চাইছে চ্যানেল কর্তৃপক্ষ। প্রতীক সেন এর আগে ‘মোহর’, ‘খোকাবাবু’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার সেই সিরিয়াল দুটি অনায়াসে এক বছরের গণ্ডি পেরিয়েছিল। কিন্তু ‘সাহেবের চিঠি’ মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ করে দিতে হচ্ছে। এই সিরিয়ালের নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায় এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালে অভিনয় করেছিলেন।
শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে
শোনা যাচ্ছে এই সিরিয়ালের শেষ শুটিংও গত রবিবার শুট করা হয়ে গিয়েছে। যার অন্তিম পর্ব সম্প্রচারিত হবে ২২ জানুয়ারিতে। শেষ দৃশ্যে সাহেব এবং চিঠির মিল দেখিয়েই বন্ধ হবে এই সিরিয়ালটি। ইতিমধ্যেই দেবচন্দ্রিমা ইনস্টাগ্রামে আবেগঘন রিলস পোস্ট করে নেটিজেনদের জানিয়ে দেন যে এই সিরিয়াল এবার শেষের পথে।
মেয়েবেলা দেখানো হবে সাহেবের চিঠি স্লটে
ইদানিং এই চ্যানেল বেশ কিছু সিরিয়াল মাঝপথেই বন্ধ করে দিচ্ছে। নতুন পুরনো নির্বিশেষে, সব সিরিয়ালই মাঝে মধ্যেই চ্যানেলের কোপে পড়ছে। ‘সাহেবের চিঠি’কে নিয়েও গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছিল সোশ্যাল মিডিয়াতে। আগামী ২৩ জানুয়ারি থেকে সাহেবের চিঠির টাইম স্লটে অর্থাৎ সন্ধে সাড়ে ছটার সময় সম্প্রচারিত হবে আলতা ফড়িং। ঐদিন থেকেই আলতা ফড়িংয়ের জায়গায় সম্প্রচারিত হবে মেয়েবেলা।