Rachana- Didi No 1 TRP: ভোটের প্রচারে ব্যস্ত রচনা, রাজনীতির ময়দানে নামতেই নম্বর কমল 'দিদি নম্বর ১'-র

Bengali Non Fiction Show BARC 2024 Week 12th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে বাংলা টেলিভিশনে। সমস্ত ধারাবাহিক ও নন ফিকশন শো- গুলি চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: ভোটের প্রচারে ব্যস্ত রচনা, রাজনীতির ময়দানে নামতেই নম্বর কমল 'দিদি নম্বর ১'-ররচনা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়

Bengali Television BARC TRP List: বৃহস্পতিবার মানেই টিআরপি (TRP) বেরনোর দিন। ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে ,তা জানার উপায় এই টিআরপি। গুরুবারে সামনে এসেছে বাংলা টেলিভিশনের (Bangla Television) গত সপ্তাহের মার্কশিট। দেখে নিন আপনার প্রিয় নন-ফিকশন শো কেমন নম্বর পেয়েছে এবার। 

গত কয়েক সপ্তাহ ধরে সকলের নজর থাকে 'দাদা' না 'দিদি' কে শীর্ষে থাকবে সেই দিকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো 'দাদাগিরি আনলিমিটেড' এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের শো 'দিদি নম্বর ১' একে অপরকে জোরদার টেক্কা দেয়। বর্তমানে রচনা ব্যস্ত নির্বাচনের প্রচারে। তিনি ময়দানে নামতেই প্রভাব পড়ল 'দিদি নম্বর ১'-র স্কোরে।    

বাংলা নন- ফিকশন শো-এর রেটিং 

* ঘরে ঘরে জি বাংলা- ১.৪

* দিদি নম্বর ১ (সোম- শনি)- ২.৭

* দিদি নম্বর ১ (সানডে স্পেশাল)- ৫.২  

* স্টার জলসা সানডে ফিকশন- ৭.৮

* দাদাগিরি ৫.৩ 

* স্টার জলসা ফিকশন- ৫.০

* স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড-৮.০

প্রসঙ্গত, প্রতি সপ্তাহেই দুই চ্যানেলে চলে হাড্ডাহাড্ডি টক্কর। তা সে ফিকশন হোক কিংবা নন-ফিকশন শো। তবে স্টার জলসার তুলনায় জি বাংলা বেশি এগিয়ে থাকে নন-ফিকশন শোয়ের ক্ষেত্রেস সাধারণত। তবে এবার পাশা বদলে গেল। অনেকেই মনে করছেন রচনা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ায় সে প্রভাব পড়ছে গেম শোতে। টিআরপি -র লড়াইয়ে পরবর্তী সময়ে কে এগিয়ে থাকে, তা বোঝা যাবে আগামী কয়েকদিনের রেটিং চার্ট দেখে।  

 

POST A COMMENT
Advertisement