এক যুগের বেশি সময় ধরে বাংলার প্রত্যেক ঘরে ঘরে প্রিয় গেম শো 'দিদি নম্বর ১'। এত দীর্ঘ সময় ধরে চললেও, দর্শক মনে একটুও ফিকে হয়নি জি বাংলার এই নন -ফিকশন শো। প্রায়শই 'দিদি নম্বর ১'-এ থাকে নানা রকম চমক। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের। নাচ -গান -আড্ডা -হুল্লোড়ে একদিকে যেমন জমজমাট পর্বের সাক্ষী থাকেন দর্শক, সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্তের দিদিরা শেয়ার করেন, তাদের জীবনযুদ্ধ ও সাফল্যের জার্নি।
'ভোট উৎসবে' (Bengal Election 2024) মেতে উঠেছে সকলে। চায়ের দোকান থেকে অফিসের ক্যান্টিন, সবেতেই এখন আলোচনার মূল বিষয়বস্তু , নির্বাচন। বাংলার পাশাপাশি ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক ধরে দাপিয়ে কাজ করেছেন অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় (Rachana Banerjee)। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানভাবে জনপ্রিয়। এবার রচনার কাঁধে এসেছে বাড়তি দায়িত্ব। হুগলী লোকসভা কেন্দ্রে তৃণমূল- কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছেন। জোর কদমে চলছে প্রচার।
বর্তমানে বেশ আলোচনায় থাকেন রচনা। সোশ্যাল মিডিয়াতেও তিনি থাকেন চর্চায়। একদিকে যেমন বাংলার 'দিদি নম্বর ১' ভোটে দাঁড়ানোয় দারুণ খুশি ফ্যানেরা, সেরকম আরেক দল আবার কিছুটা আশাহত হয়েছেন। তারা মনে করছেন, শুধু বিনোদন জগতে থাকলেই পারতেন রচনা। অভিনেত্রীর করা নানা রকম মন্তব্য এই মুহূর্তে ভাইরাল। এরই মধ্যে বেশ কিছু দিন ধরে 'দিদি নম্বর ১' নিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা।
রচনার রাজনৈতিক কেরিয়ার শুরু হওয়ার পরে, অনেকের মনেই প্রশ্ন জাগছে, এবার কি শেষ হয়ে যাবে 'দিদি নম্বর ১'। bangla.aajtak.in-র কে জানালেন নায়িকা। রচনা বলেন, "না চলছে তো। আমি তো শ্যুটও করছি। যতদিন পারব, করব। ইচ্ছে আছে দুটো একসঙ্গেই চালানোর। এবার দেখা যাক..."। ভোটের প্রচারের জন্য ব্যবসাতেও সময় কম দিতে পারছেন অভিনেত্রী। এপ্রসঙ্গে তিনি জানান, "আমার স্টাফেরা সব দেখাশোনা করছে। আমি যোগাযোগ রেখে বলে দিচ্ছি। একটু তো অবহেলিত হচ্ছেই সব কিছু। আবার জুন মাসের পর সবটা ঠিক হবে। তবে কোনওটাই বন্ধ হবে না। সবই চলবে...।"
প্রসঙ্গত, জি বাংলার নন-ফিকশন শো 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। জনপ্রিয় এই শোয়ের সিজন ৯ চলছে এখন। অন্যান্য সিজনের মতোই এবারও হিট শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগের ৮ টি সিজনের মধ্যে ৫ টি সিজনের সঞ্চালিকা ছিলেন রচনা। প্রথম সিজনে এই দায়িত্ব পালন করেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়া সিজন ৩ -এ জুন মালিয়া এবং সিজন ৫-এ দেবশ্রী রায়কেও সঞ্চালিকা হিসাবে দেখা গেছে। শেষ সিজনটিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হওয়ার পর, তিনি কয়েকদিনের বিরতি নেন। সেই সময় সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সেই দায়িত্ব সামলেছেন। তবে 'দিদি নম্বর ১' মানেই রচনাকে সবচেয়ে বেশি কাছের করে নিয়েছেন দর্শকেরা।