Rahul Mazumder- Prity Biswas's Baby: সুখবর টলিপাড়ায়! মা- বাবা হলেন প্রীতি- রাহুল, পুত্র না কন্যা সন্তান হল?

Tollywood Baby: সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির। তবে নির্দিষ্ট সময়ের সপ্তাহ দুয়েক আগে সন্তান প্রসব করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় নিজেই আনন্দের খবর ভাগ করে নিলেন অভিনেতা। কমেন্ট বক্সে সকলে শুভেচ্ছায় ভরালেন তারকা জুটিকে। 

Advertisement
সুখবর টলিপাড়ায়! মা- বাবা হলেন প্রীতি- রাহুল, পুত্র না কন্যা সন্তান হল?  রাহুল ও প্রীতি (ছবি: ইনস্টাগ্রাম)

চারিদিকে প্রতিবাদ, বিষাদমাখা- ভীতিকর পরিস্থিতির মাঝে সুখবর টলিপাড়ায়। বাবা- মা হলেও রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। বুধবার তারকা জুটির জীবন আলো করে জন্ম হয়েছে কন্যা সন্তানের। সোশ্যাল মিডিয়ায় নিজেই আনন্দের খবর ভাগ করে নিলেন অভিনেতা। কমেন্ট বক্সে সকলে শুভেচ্ছায় ভরালেন তারকা জুটিকে। 

সেপ্টেম্বর মাসে সন্তানের জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির। তবে নির্দিষ্ট সময়ের সপ্তাহ দুয়েক আগে কন্যা সন্তান প্রসব করেন অভিনেত্রী। এদিন বেলা ২.৪৮ মিনিট নাগাদ ভূমিষ্ঠ হয় তারকা জুটির সন্তান। স্বাভাবিকভাবেই খুশির আবহ মজুমদার ও বিশ্বাস পরিবারে। তবে মেয়ে একেবারে ছোট্ট তাই, এখনই কোলে নেওয়ার সাহস পাননি রাহুল। দিন দুয়েক আগে হাসপাতালে চেপআপের জন্যে যেতেই, ভর্তি নিয়ে নেওয়া হয় প্রীতিকে। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই অনুগামীরা অপেক্ষায় ছিলেন সুখব আসার।

 

কিছুদিন আগে সাধভক্ষণ অনুস্থানে টুকটুকে লাল শাড়িতে সেজেছিলেন প্রীতি। গা ভর্তি সোনার গয়না, খোঁপায় জুঁই ফুলের মালা ছিল হবু মায়ের। অন্যদিকে হবু বাবা রাহুলের পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবিতে। সেদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু তারকারাও। যিশু পত্নী- প্রযোজক নীলাঞ্জনাও হাজির হয়েছিলেন। এছাড়াও গিয়েছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন।  

 

 

'বালিঝড়' ধারাবাহিকে প্রীতিকে শেষ দেখা গিয়েছিল। মেগাটি শেষ হওয়ার পর বেশ কয়েক মাস কেটে গেছে। ফ্যানেদের অনেকেই জানতে চাইছিলেন, কেন অভিনয়ে ফিরছেন না তিনি? অবশেষে সেই উত্তর পাওয়া যায় কিছুদিন আগে। এই মুহূর্তে কাজের থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে প্রীতি বলেন, "সেপ্টেম্বর মাসে ডেট। সময়টা বেশ ভাল কাটছে। জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত এটা। মা হওয়ার এই বিশেষ মুহূর্তটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। একটু শারীরিক কষ্টও আছে। তবে মা হওয়ার আনন্দে সেই কষ্টগুলো কমিয়ে দেয়। শরীর খারাপ লাগলে একটাই কথা মনে হয়, আমার কষ্ট হচ্ছে হোক, তবে সন্তান যেন ভাল ভাবে জন্ম নেয়। সুস্থ সন্তান আলো দেখে পৃথিবীর। এটাই চাই এখন। মা হওয়ার যে আনন্দ-অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা সম্ভবন নয়।"         
    
প্রসঙ্গত, ২০১৭ সালে 'রং-রুট'-র সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয় প্রীতির। দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। কিছু মাস আগে স্টুডিওপাড়ায় রটেছিল সম্পর্কে ফাটল ধরেছে তাঁদের। যদিও সেই জল্পনা মিথ্যা বা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন দু'জনেই। এখন সকলের অপেক্ষা, ছোট্ট অতিথির আগমনের।     

Advertisement

 

POST A COMMENT
Advertisement