Bangla Serial: 'বিদ্যা ব্যানার্জি'-র আগমনে ৪ মাসেই কোপ 'রাণী ভবানী'-র উপর? বাংলা মেগার বড় আপডেট

Bengali Television: যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। নতুন বাংলা সিরিয়াল 'প্রোফেসর বিদ্য়া ব্যানার্জি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক?

Advertisement
'বিদ্যা ব্যানার্জি'-র আগমনে ৪ মাসেই কোপ 'রাণী ভবানী'-র উপর? বাংলা মেগার বড় আপডেট   বাংলা মেগা সিরিয়াল

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। স্টার জলসার নতুন মেগা 'প্রোফেসর বিদ্য়া ব্যানার্জি' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এনিয়ে শোনা যাচ্ছে নানা জল্পনা।

অবশেষে সব জল্পনার অবসান হয়ে, মিলল সে উত্তর। আগামী ১৭ নভেম্বর থেকে রাত ৮.৩০টার স্লটে আসছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। এখন সেসময় দেখা যায় 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। তাহলে কি শুরুর মাস চারেকের মধ্যে শেষ হয়ে যাবে রাজনন্দিনী পালের সিরিয়াল? 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

প্রতি সপ্তাহেই টিআরপি-তে ভাল স্কোর করে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। এমনকী সকলের মন জয় করে বেঙ্গল টপারও হয়েছে। তাহলে কেন এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত? আসলে এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিকটি। ১৭ নভেম্বর থেকে বিকেল ৫টার স্লটে পাঠানো হয়েছে এই মেগাকে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

এদিকে সেসময় প্রতিযোগী চ্যানেল, জি বাংলায় হয় 'দিদি নম্বর ১'। বছরের পর বছর ধরে বাংলা ঘরে ঘরে পৌঁছেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো। বলাই বাহুল্য, 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'-র জন্য বড় চ্যালেঞ্জ আসতে চলেছে। এদিকে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী' টেক্কা দেবে 'আমাদের দাদামণি'-র সঙ্গে। এই মেগাও রেটিং চার্টে ভাল স্কোর করে।

Advertisement

প্রসঙ্গত, লম্বা বিরতির পর প্রফেসর বিদ্যা ব্যানার্জি হয়ে ছোটপর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত। এবার তিনি জুটি বাঁধবেন অর্ণব বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে। 'হর গৌরী পাইস হোটেল'-র পর এই মেগাতে দেখা যাবে 'আলতা ফড়িং'-র 'ব্যাঙ্ক বাবুকে'। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই, এই নতুন ধারাবাহিক ঘিরে দারুণ উৎসাহ দেখা গেছে দর্শকদের মধ্যে। এখন দেখার, দর্শক মনে কতটা জায়গা করতে পারে এই ধারাবাহিক।

 

POST A COMMENT
Advertisement