Ramprasad Serial: সন্ধ্যা ৬টার স্লটে আর দেখা যাবে না 'রামপ্রসাদ', শেষ হচ্ছে সব্যসাচীর ধারাবাহিক?

Ramprasad- Tomader Rani Serial: ভক্তিমূলক এই ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য। এছাড়া দেবী কালীর ভূমিকায় রয়েছেন পায়েল দে। 

Advertisement
সন্ধ্যা ৬টার স্লটে আর দেখা যাবে না 'রামপ্রসাদ', শেষ হচ্ছে সব্যসাচীর ধারাবাহিক?  'রামপ্রসাদ' ধারাবাহিকের দৃশ্যে সব্যসাচী চৌধুরী

শুরুর পর থেকেই দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছে 'রামপ্রসাদ' (Ramprasad)। টিআরপি তালিকায় (TRP) বিশেষ প্রভাব না ফেলতে পারলেও, বেশ আলোচিত এই মেগা। ভক্তিমূলক এই ধারাবাহিকে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) বিপরীতে রয়েছেন সুস্মিলি আচার্য (Susmili Acharjya)। এছাড়া দেবী কালীর ভূমিকায় রয়েছেন পায়েল দে (Payel De)। 

এতদিন অবধি সন্ধ্যা ৬টায় দেখা যেত 'রামপ্রসাদ'। তবে ৮ সেপ্টেম্বর থেকে আর এই সময় দেখা যাবে না এই মেগা। তাহলে কি শেষ হচ্ছে সব্যসাচীর ধারাবাহিক? মন খারাপের কিছুই নেই। এখনই বিদায় ঘণ্টা বাজেনি এই ধারাবাহিকের। তবে সম্প্রচারের সময় বদলেছে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় শুরু হচ্ছে নতুন মেগা 'তোমাদের রাণী' (Tomader Rani)। এই মেগার জন্যই বদল হচ্ছে 'রামপ্রসাদ'-র সময়। এদিন আগে ৬টার পরিবর্তে, সোম-রবিবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে দেখা যাবে 'রামপ্রসাদ'। আগে এই সময় দেখা যেত 'গুড্ডি'।    

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

'তোমাদের রাণী' ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন দু'জন নবাগত অভিনেতা। রাণীর চরিত্রে দেখা যাবে অভিকা মালাকারকে। অন্যদিকে তাঁর বিপরীতে দুর্জয় চরিত্রে থাকবেন অর্কপ্রভ। নতুন মেগার প্রোমো সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা দেখা যাচ্ছে। ধারাবাহিকের গল্পে কিছুটা নতুনত্ব আছে বলেই, আশা করছেন সকলে। তবে প্রাইম টাইমে স্লট না পাওয়ায়, শেষ পর্যন্ত দর্শকদের মন কতটা জয় করতে পারবে 'তোমাদের রাণী', তা সময়ই বলবে।  
 

POST A COMMENT
Advertisement