Rupanjana Mitra Wedding: টলিপাড়ায় সানাই বাজবে, এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসবেন রূপাঞ্জনা- রাতুল

Tollywood Wedding 2024: সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি জুটি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে এই টলি লাভ বার্ডসের নানা আদুরে ছবি, ভিডিও, রিলস। অনুগামীরাও দারুণ উপভোগ করেন।

Advertisement
টলিপাড়ায় সানাই বাজবে, এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসবেন রূপাঞ্জনা- রাতুলরূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায় (ছবি: ইনস্টাগ্রাম)

টলিপাড়ায় ফের সানাই বাজতে চলেছে। এবার বিয়ে করতে চলেছেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। গত বছরের শেষ থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল জুটির বিয়ের গুঞ্জন। এবার সামনে এল দিনক্ষণ। চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরকা জুটি। 

হাতে আর আছে চোদ্দো দিন মতো। প্রস্তুতি চলছে একেবারে জোর কদমে। আগামী ১৯ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন রূপাঞ্জনা- রাতুল। এখবরটি bangla.aajtak.in- কে নিজেই নিশ্চিত করেন ব্রাইড- টু-বি রূপাঞ্জনা। বাগদান পর্ব মিটেছে আগেই, এদিনই সামাজিকভাবে বিয়ে করবেন জুটি। তার আগে চলবে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব। শোনা যাচ্ছে সাবেকি সাজেই ছাদনাতলায় গিয়ে, জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী। 

প্রায় বছর ছয়েকের সম্পর্ক রূপাঞ্জনা- রাতুলের। গত বছর পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারেন রূপাঞ্জনা ও তাঁর প্রেমিক রাতুল। শৈল শহরেই আংটি বদল করেন জুটি। ধুমধাম করে নয়, বরং একেবারে নিজেদের মতো করেই বিশেষভাবে উদযাপন করেন নতুন জীবনে পা রাখা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন স্পেশাল মুহূর্ত।  

 

 

সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি জুটি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা মেলে এই টলি লাভ বার্ডসের নানা আদুরে ছবি, ভিডিও, রিলস। অনুগামীরাও দারুণ উপভোগ করেন। রূপাঞ্জনার হবু বর আসলে টলিউড ইন্ডাস্ট্রিরই সদস্য। প্রথমে অভিনেতা ও বর্তমানে পরিচালক হিসাবে পরিচিত তিনি। 'ইকির মিকির', 'চৌধুরী রাজবাড়ি' এবং 'পালক'-এর মতো শর্ট ফিল্ম পরিচালনা করেছেন তিনি। 'ইকির মিকির' ও 'পালক'-এ অভিনয় করেছেন রূপাঞ্জনা।  

প্রসঙ্গত, বর্তমানে 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে সূর্যর মা লাবণ্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা।  দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার তিনি। ২০১৭ সাল থেকে সন্তানকে নিয়ে আলাদা থাকেন। ২০০৭ সালে রেজাউল হকের সঙ্গে বিয়ে করেন রূপাঞ্জনা। তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় ২০১৮ সালে। এরপরই নতুন সম্পর্কে জড়ান অভিনেত্রী। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement