Sahityer Shera Somoy: ছোট পর্দায় নতুন ভাবে ফিরছে 'সাহিত্যের সেরা সময়', শুরুর গল্প বাণী বসুর 'শ্বেত পাথরের থালা'

Sahityer Shera Somoy: বইয়ের পাতা উল্টে কিংবা ফোনের স্ক্রিনে বাংলা সাহিত্য পড়া অনেকেরই না পসন্ত। তাঁরা টেলিভিশনের পর্দায় এবার দেখতে পাবেন, বাংলা সাহিত্যের অনবদ্য সব সৃষ্টিগুলি।

Advertisement
ছোট পর্দায় নতুন ভাবে ফিরছে 'সাহিত্যের সেরা সময়', শুরুর গল্প 'শ্বেত পাথরের থালা' দেবদূত ঘোষ, স্নেহা দাস ও ফাহিম মির্জা

নতুন বছর শুরুর আগেই ছোট পর্দার দর্শকদের জন্য সুখবর। ফের শুরু হতে চলেছে 'সাহিত্যের সেরা সময়' (Sahityer Shera Somoy)। বইয়ের পাতা উল্টে কিংবা ফোনের স্ক্রিনে বাংলা সাহিত্য (Bengali Literature) পড়া অনেকেরই না পসন্ত। তাঁরা টেলিভিশনের পর্দায় এবার দেখতে পাবেন, বাংলা সাহিত্যের অনবদ্য সব সৃষ্টিগুলি। আকাশ ৮-এর পর্দায় আসছে 'সাহিত্যের সেরা সময় '-র নতুন অধ্যায়। 

২০০১ সালে বাংলা সাহিত্য ভান্ডার থেকে মণি-মুক্ত নিয়ে আকাশ ৮-এ প্রথম শুরু হয় 'সাহিত্যের সেরা সময়'। রবীন্দ্রনাথ ঠাকুরের 'মধ্যবর্তিনী' গল্প নিয়ে শুরু হয়েছিল পথ চলা। ২০১৩ সালে সমসাময়িককালের সাহিত্যিকদের লেখা নানা গল্প দিয়ে নাম পরিবর্তন করে হয়- 'পর্দায় বই পড়া' এবং 'এক মাসের সাহিত্য'। সেই ভাবনাচিন্তা আবার নতুন রূপে ফিরতে চলেছে ২০২৩ সালের শুরুতে। 'সাহিত্যের সেরা সময়' এই নতুন অধ্যায়ে, এবার টানা তিন মাস ধরে টেলিভিশনে সম্প্রচারিত হবে এক একটি গল্প।

Bani Basu Timeless Classic Shwet Patharer Thala

 

আরও পড়ুন: টলিপাড়ায় ফের বাজবে সানাই! বিয়ে করতে চলেছেন রূপসা

এই নতুন অধ্যায়ের প্রথম গল্প সাহিত্যিক বাণী বসুর (Bani Basu)'শ্বেত পাথরের থালা' (Shwet Patharer Thala)। সম্প্রচার শুরু হবে ২ জানুয়ারি ২০২৩ থেকে, প্রতি সোম থেকে শনিবান সন্ধ্যে ৭.৩০ মিনিটে। এছাড়াও বিমল মিত্রের 'কড়ি দিয়ে কিনলাম', সুচিত্রা ভট্টাচার্যের 'কাঁচের দেওয়াল', আশাপূর্ণা দেবীর 'অগ্নিপরীক্ষা'-এর মতো গল্পগুলি ফুটে উঠবে পর্দায়।

 

Sahityer Shera Somoy in bengali television coming again

 

আরও পড়ুন: KIFF-এর উদ্বোধনী মঞ্চে 'সুপারস্টার'দের পাশে তৃণা, কটাক্ষের মোক্ষম জবাব অভিনেত্রীর

সাহিত্যের গল্পগুলির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন টেলিপাড়ার একঝাঁক শিল্পীরা। মণীষ ঘোষ পরিচালিত 'শ্বেত পাথরের থালা'-তে দেখা যাবে দেবদূত ঘোষ, ফাহিম মির্জা, স্নেহা দাস, রেশমী ভট্টাচার্য, জয়িত্রী চৌধুরী, অভিজিৎ দেবরায় ও রূপসা মন্ডলের মতো শিল্পীদের | 
 

Advertisement

POST A COMMENT
Advertisement