Smriti Irani Look: ফিরছে 'কিউকি সাস ভি কভি বহু থি', সোশ্যালে ভাইরাল তুলসী- স্মৃতির নতুন লুক

Smriti Irani - Kyunki Saas Bhi Kabhi Bahu Thi Look: এরকমই একটি শাশুড়ি- বউমার ওপর ভিত্তি করে জনপ্রিয় মেগা হল 'কিউকি সাস ভি কভি বহু থি'। একটা সময় এই ধারাবাহিকের উন্মাদনা এতটাই ছিল যে, তুলসী -মিহিরের গল্প ঘরে ঘরে আলোচনা হত।

Advertisement
ফিরছে 'কিউকি সাস ভি কভি বহু থি', সোশ্যালে ভাইরাল তুলসী- স্মৃতির নতুন লুক স্মৃতি ইরানির লুক (সৌজন্যে: সোশ্যাল মিডিয়া)

একটা সময় ছিল যখন হিন্দি সিরিয়াল মানেই একতা কাপুর। একের পর এক সুপারহিট ধারাবাহিক ছোট পর্দার দর্শকদের উপহার দেন তিনি। এই সমস্ত ধারাবাহিক আজও মানুষের মননে রয়েছে। শাশুড়ি-বউমার মেগা বরাবরই হিট টেলিভিশনের ইতিহাসে এমন অনেক সিরিয়াল আছে, যেগুলো দর্শকের এখনও মনে আছে।   

এরকমই একটি শাশুড়ি- বউমার ওপর ভিত্তি করে জনপ্রিয় মেগা হল 'কিউকি সাস ভি কভি বহু থি'। একটা সময় এই ধারাবাহিকের উন্মাদনা এতটাই ছিল যে, তুলসী -মিহিরের গল্প ঘরে ঘরে আলোচনা হত। ধারাবাহিকের চরিত্রগুলি হয়ে উঠেছিল দর্শকের বাড়ির কিংবা পাশের বাড়ির সদস্য।

এত দিন নেটমাধ্যমে অনেকেই লিখতেন, ধারাবাহিকটি মিস করেন তারা। তারা বেশ কিছুদিন আগেই পেয়েছেন বড় সুখবর। বি-টাউনে জোর গুঞ্জন, ফের ছোট পর্দায় আসছে 'কিউকি সাস ভি কভি বহু থি'। যার জেরে বেশ কিছুদিন ধরেই চর্চায় স্মৃতি ইরানি। 

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িতে পড়ে তুলসী বিরানি রূপে স্মৃতির লুক। নেটিজেনদের অনেকেই দাবি করেন, এটাই তুলসীর নতুন লুক। ছবিতে স্মৃতিকে যাচ্ছে, বেগুনি বেনারসি শাড়িতে ঐতিহ্যবাহী লুকে। সেই পুরনো তুলসী। তবে স্বাভাবিকভাবেই চেহারায় রয়েছে কিছুটা ভারিক্কি ভাব। বয়সের কিছুটা ছাপ থাকলেও, মুখে রয়েছে মিষ্টি অমলিন হাসি। দারুণ উৎসাহিত অনুগামীরা। 

 

Smriti Irani

যদিও ভাইরাল হওয়া ছবিটি স্মৃতি ইরানির আসল লুক কিনা, তা এখনও জানা যায়নি। কারণ নির্মাতা, কলাকুশলী বা অভিনেতাদের তরফ থেকে এখনও এই ছবি নিয়ে কোনও মন্তব্য করেননি। এমনকী, এই মেগা সিরিয়ালের ফের নতুনভাবে আসা নিয়েও, কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ছবির সত্যতাও এখনও পর্যন্ত যাচাই করা হয়নি।          
 
'কিউকি সাস ভি কভি বহু থি'-তে যারা কাজ করতেন, প্রত্যেক অভিনেতার কেরিয়ার উজ্জ্বল ছিল। ২০০০ থেকে ২০০৮ অবধি, প্রায় টানা ৮ বছর স্টার প্লাস চ্যানেলে চলেছে এই মেগা। বি-টাউনের খবর, ফের টেলিভিশনে মেগাটি ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন একতা কাপুর।
      
বি-টাউনের জল্পনা, এই মুহূর্তে চলছে অভিনেতাদের বাছাই পর্ব। অভিনেতা অমর উপাধ্যায়, অপরা মেহতা, শক্তি আনন্দ এবং কমলিকা গুহ ঠাকুরতা সহ আরও অনেকে তাঁদের পুরনো চরিত্রে ফিরে আসবেন বলে গুঞ্জন। এদিকে এর আগে গল্পে দেখানো হয়েছিল অমর উপাধ্যায়ের চরিত্র মিহিরের মৃত্যু হয়েছে। এখন দেখার বিষয়, একতা তাঁকে কীভাবে মেগাতে ফিরিয়ে আনেন। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement