টলিপাড়ায় যেন বিচ্ছেদের মরসুম। গত কয়েক দিনে একাধিক তারকার বিয়ে ভাঙার খবর চাউর হয়েছে। সে তালিকায় রয়েছেন টেলি অভিনেত্রী তথা জনপ্রিয় ভ্লগার সুস্মিতা রায়। গত ১ জুলাই ছিল সুস্মিতার জন্মদিন। এদিনই স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন তিনি। গুঞ্জন যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সেই জল্পনায় শিলমোহর পড়ল মঙ্গলবার।
নেটমাধ্যমে খুবই জনপ্রিয় সুস্মিতা। স্বামী, দেওর, শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই নিয়মিত ভ্লগ করে, সেই ভিডিও ভাগ করে নিতেন। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই, মন খারাপ অভিনেত্রীর ফলোয়ার্সদের। অনেকেই অনুরোধ করেছেন, ফের সব ঠিক করে নিতে।
এদিকে বিচ্ছেদ হওয়ার পরেই অসুস্থ সুস্মিতা। বৃহস্পতিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল পেজে জানান, শারীরিক অবস্থা ভাল নেই। এমনকী চিকিৎসককে দেখাতে চান। সেজন্যে সাহায্য চেয়েছেন নেটমাধ্যমে। একদিকে যেমন পেটে ব্যথা, পেট খারাপের সঙ্গে বমি হচ্ছে। এছাড়াও পায়ের চরম ব্যথা। হাঁটু ভাজ করতে পারছেন না। কমেন্ট বক্সে সকলে তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন। আবার অনেকে খোঁজ দিয়েছেন চিকিৎসকের।
১ জুলাই সুস্মিতার জন্মদিনের সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু'তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।" সব্যসাচীর এই পোস্টটি শেয়ার করে সুস্মিতা লেখেন, "এটা দু'জনের সিদ্ধান্ত। আমরা দু'জনে দু'জনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি।"
প্রসঙ্গত, ২০১৮ সালে বিয়ে করেন সুস্মিতা ও সব্যসাচী। ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই তাঁরা সামাজিক বিয়ে সেরেছিলেন। তবে এর আগেও ছাদ আলাদা হয়েছিল তাঁদের। ফাটল ধরেছিল দাম্পত্যে। এরপর সব্যসাচীর স্বামীর এক গাড়ির দুর্ঘটনার পর ফের কাছাকাছি আসেন তাঁরা। তবে ফের কিছু সমস্যা তৈরি হয় তাঁদের মধ্যে। দু'জনে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।
অভিনেত্রীর শেয়ার করা ভিডিওটিতে যাচ্ছে, যে বাড়ি থেকে ভিডিওটি করেছেন, সেখানেই স্বামীর সঙ্গে থাকতেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিচ্ছেদে হওয়ার পরেও ছাদ আলাদা হয়নি তাঁদের? যদিও আগে ভ্লগেই তিনি জানিয়েছিলেন, এই ফ্ল্যাটটি কিনে নিজের উপার্জনের টাকায় সাজিয়েছেন। এবিষয় নতুন করে এখনও কিছু স্পষ্ট করে বলেননি তাঁরা।