Sweta Rubel Marriage- Honeymoon: সিরিয়ালের শ্যুটিংয়ের চাপ! বিয়েতে মাত্র ৫ দিনের ছুটি রুবেল- শ্বেতার, হানিমুনে কোথায় যাবেন?

Bengali Television Couple Wedding: শ্বেতা- রুবেল দু'জনের সোশ্যাল পেজ বেশ কিছু দিন ধরেই ভরেছে প্রি-ওয়েডিং, আইবুড়োভাতের ছবি- ভিডিওতে। এমনকী 'নিম ফুলের মধু' ও 'কোন গোপনে মেঘ ভেসেছে'-র সেটেও আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল হবু বর- কনের জন্যে।  

Advertisement
সিরিয়ালের শ্যুটিংয়ের চাপ! বিয়েতে মাত্র ৫ দিনের ছুটি রুবেল- শ্বেতার, হানিমুনে কোথায় যাবেন?

ফের সানাই বাজছে টলিপাড়ায়। রবিবার  সাত পাকে বাঁধা পড়বেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। সিরিয়ালের শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই বিয়ে। তাই প্রস্তুতিতে একেবারে কালঘাম ছুটেছে দুই তারকার। তবু স্বপ্নের দিনের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাননি দু'জনের কেউই। এজন্যে বছর খানেক আগে থেকেই শুরু করেছিলেন প্রস্তুতি। শ্বেতা- রুবেল দু'জনের সোশ্যাল পেজ বেশ কিছু দিন ধরেই ভরেছে প্রি-ওয়েডিং, আইবুড়োভাতের ছবি- ভিডিওতে। এমনকী 'নিম ফুলের মধু' ও 'কোন গোপনে মেঘ ভেসেছে'-র সেটেও আইবুড়োভাতের আয়োজন করা হয়েছিল হবু বর- কনের জন্যে।  

গত ১৫ ডিসেম্বর রীতিনীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে। ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন জুটি। বৈদিক মতে হবে বিয়ের অনুষ্ঠান। পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। বিয়েতে অতিথিদের কোনও উপহার আনা বারণ রয়েছে। বিয়ের কার্ডে এমনটাই লেখা। বিয়েতে একেবারে সাবেকি বাঙালি সাজেই সাজবেন শ্বেতা। রিসেপশনে পরবেন লেহেঙ্গা। দু'দিনই হাজির থাকবেন টেলিপাড়ার অনেকেই।

বিয়ের জন্য মাত্র দিন পাঁচেকের ছুটি পাচ্ছেন নায়িকা। মঙ্গলবার জুটির রিসেপশন। এদিকে তার একদিন পরে, বৃহস্পতিবার থেকেই শ্যুটিং ফ্লোরে শ্যামলী রূপে ফিরবেন শ্বেতা। এই পাঁচ দিনের শ্যুটিংয়ের জন্যে ব্যাঙ্কিং করতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। ফলস্বরূপ এখনই হানিমুনে যাওয়া হবে না তারকা জুটির। শ্বেতার কথায়, 'ওরে বাবা! ছুটিই দেবে না। বিয়েতেই ছুটি দেবে না বলছিল, তিন দিন ছুটি দিয়েছিল। বিয়ের দিন, পরের দিন, আর বৌভাতের দিন। আমি হাতে পায়ে ধরে ৫ দিন ছুটি নিয়েছি। বিয়ের আগের দিন থেকে ছুটিতে। বলেই দিয়েছে, এই ছুটি, আর কোনও ঘুরতে যাওয়া নয়। রুবেলের তো আরও চাপ, ওঁর তো সাত দিনের শো।' 

তবে একটু সময় নিয়ে, হানিমুনে মালদ্বীপে যেতে চান টেলি নায়িকা। যদিও তাঁর পাসপোর্ট নেই। খুব তাড়াতাড়ি সেটা বানানোর পরিকল্পনা রয়েছে। শ্যুটিংয়ের খুব ব্যস্ততার জন্যে ছিমছাম করেই বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন হয়েছে দু'বাড়িতেই। বাড়িতে আইবুড়োভাত খাওয়ার পরে, শনিবার মেহেন্দি পরছেন শ্বেতা। এরপর বাড়িতেই হবে নাচ-গান। 

Advertisement

প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'যমুনা ঢাকি' ধারাবাহিক থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। এই ধারাবাহিকের আগেও তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 'সিঁদুরখেলা','জড়োয়ার ঝুমকো'-র মতো একাধিক ধারাবাহিকে। এরপর 'প্রজাপতি'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন তিনি। বর্তমানে শ্বেতাকে দেখা যাচ্ছে 'কোন গোপনে মন ভেসেছে' মেগাতে। অন্যদিকে রুবেল বর্তমানে রয়েছেন 'নিম ফুলের মধু'-তে। এই ধারাবাহিকে পল্লবী শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। 'যমুনা ঢাকি'-র আগে 'ভানুমতির খেল', 'বাঘ বন্দির খেলা'-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল। 

 

POST A COMMENT
Advertisement