scorecardresearch
 

Aparajita Adhya: মা-কে হারালেন অপরাজিতা, ইনস্টা পোস্টে শোকস্তব্ধ অভিনেত্রী

মাকে চিরতরে হারালেন টলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকালেই অভিনেত্রীর মা মারা যাওয়ার খবর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

Advertisement
অপরাজিতা আঢ্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম অপরাজিতা আঢ্য ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • মাকে চিরতরে হারালেন টলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য
  • সোমবার সকালেই অভিনেত্রীর মা মারা যাওয়ার খবর পাওয়া যায়
  • সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী।

মাকে চিরতরে হারালেন টলিউড ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার সকালেই অভিনেত্রীর মা মারা যাওয়ার খবর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করেছেন অভিনেত্রী। 

অপরাজিতা তাঁর মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার নীচে লিখেছেন যে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ তাঁর মা মারা গিয়েছে। অখণ্ড শাসন দণ্ড ত্রস্ত হলো তাঁর। তিনি মায়ের আত্মার শান্তি কামনও করেছেন এবং জানিয়েছেন যে তাঁর পরিচিতদের তিনি এই পোস্টের মাধ্যমে এই খবর জানালেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অপা তাঁর জন্মদিন বন্ধুদের সঙ্গে না কাটিয়ে অসুস্থ মায়ের সঙ্গে কাটিয়েছিলেন। সেই সময়ই তিনি জানিয়েছিলেন যে এই বছরের জন্মদিন তিনি তাঁর শয্যাশায়ী মায়ের সঙ্গে হাওড়ার বাড়িতে কাটাতে চান। কারণ অভিনেত্রী বুঝতে পেরেছিলেন এটা তাঁর মায়ের সঙ্গে শেষ জন্মদিন। 

আরও পড়ুন: Aparajita Adhya: অভিনয় থেকে সংসার, একা হাতে এত কিছু কীভাবে সামলান? সিক্রেট ফাঁস অপরাজিতার

 

 

আরও পড়ুন: Cheeni 2: আসছে মৈনাকের 'চিনি ২', এবারও মা- মেয়ের ভূমিকায় অপরাজিতা- মধুমিতা?

মায়ের কথা বলতে গিয়ে অপরাজিতা জানিয়েছিলেন যে তাঁর মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল না। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছান। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করে অপরাজিতা। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। অভিনেত্রীর দিদা জানিয়েছিলেন মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।

Advertisement

Advertisement