Trina Saha: মুখ বদল হয়ে, শ্রাবণ চরিত্রে এবার ওমের বিপরীতে তৃণা? স্টুডিও পাড়ায় জল্পনা তুঙ্গে

Bengali Serial: অল্প সময়ের মধ্যেই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে বেশ কিছু ধারাবাহিকের। বদল হচ্ছে একাধিক ধারাবাহিক সম্প্রচারের সময়। এরই মাঝে টেলিপাড়ায় শোনা যাচ্ছে নয়া জল্পনা। শুরুর তিন মাসের মধ্যেই নাকি পাল্টাবে এক ধারাবাহিকের প্রধান নায়িকা। 

Advertisement
মুখ বদল হয়ে, শ্রাবণ চরিত্রে এবার ওমের বিপরীতে তৃণা? স্টুডিও পাড়ায় জল্পনা তুঙ্গে   ওম সাহানি ও তৃণা সাহা (ছবি: ফেসবুক)

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন মেগা। অল্প সময়ের মধ্যেই বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে বেশ কিছু ধারাবাহিকের। বদল হচ্ছে একাধিক ধারাবাহিক সম্প্রচারের সময়। এরই মাঝে টেলিপাড়ায় শোনা যাচ্ছে নয়া জল্পনা। শুরুর তিন মাসের মধ্যেই নাকি পাল্টাবে এক ধারাবাহিকের প্রধান নায়িকা। 

গত অগাস্টের একেবারে শেষ দিকে স্টার জলসায় শুরু হয় নতুন ধারাবাহিক 'লভ বিয়ে আজ কাল' (Love Biye Aaj Kaal)। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত এই মেগাতে জুটি বেঁধেছিলেন ওম সাহানি ও নবাগতা মৌমিতা সরকার। শুরুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম ট্রোলিংয়ের শিকার হোন মৌমিতা। অনেকে কটূক্তি করে মন্তব্য করেন, নবাগত অভিনেত্রী এখনও অভিনয়ই জানেন না। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মুখ বদল হবে এই ধারাবাহিকে।   

মৌমিতা সরকারের জায়গায় লভ বিয়ে আজ কাল'-তে অভিনয় করবেন তৃণা সাহা। ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী, তৃণার নাকি লুক সেটও হয়ে গেছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে, শারীরিকভাবে অসুস্থ মৌমিতা। এজন্যে বেশ কিছুদিন বিরতিও নিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি কলাকুশলীদের কেউই। তবে সবটাই নাকি হচ্ছে একেবারে রাখঢাক করে। যদিও শ্রাবণের চরিত্রেই এবার তৃণাকে দেখা যাবে? নাকি গল্পে নতুন কোনও ট্যুইস্ট আসছে, তা সময়ই বলবে।  

প্রসঙ্গত, বর্তমানে বড়পর্দার বেশি কাজ করলেও, ছোটপর্দারর চেনা মুখ ওম সাহানি। যদিও বহুদিন তিনি টেলিভিশনে অভিনয় থেকে দূরেই ছিলেন। যদিও নাচের রিয়্যালিটি শো তে গুরুর আসনে বসেছিলেন তিনি। নতুন  এই ধারাবাহিকের হাত ধরে প্রায় এক দশক পর আবার মেগা সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন ওম। অন্যদিকে মৌমিতা মডেলিং ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ। এছাড়া তৃণা বিনোদন জগতের পরিচিত খুব। 'খড়কুটো' ধারাবাহিকের সাফল্যের পরে 'বালিঝড়' অল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়। যদি জল্পনা সত্যি হয়, তাহলে এটাই হবে বিরতির পরে তৃণার ধারাবাহিকে কামব্যাক। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement