TRP -Bangla Serial: জোরদার ফাইট ৩ মেগাতে! টিআরপি-তে সেরার সেরা কোন সিরিয়াল?

Bengali Serial BARC 2024 Week 7th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: জোরদার ফাইট ৩ মেগাতে! টিআরপি-তে সেরার সেরা কোন সিরিয়াল?  এই সপ্তাহের রেটিং চার্ট

Bengali Serial BARC TRP List: এসে গেছে বাংলা সিরিয়ালের নতুন মার্কশিট। সাধারণত বৃহস্পতিবার করেই প্রকাশ্যে আসে ছোট পর্দার রিপোর্ট কার্ড। ২০২৪-র শুরু থেকেই বাংলা টেলিভিশনে (Bengali Television) চলছে জোরদার লড়াই। এই সপ্তাহে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে রেটিং চার্টে। জানুন, এবার কোন মেগা কেমন স্কোর করল।

এই সপ্তাহেও প্রথম 'জগদ্ধাত্রী'(Jagadhhatri)। এই মেগার ঝুলিতে  ৮.৯। দ্বিতীয় স্থান বহাল 'ফুলকি'(Phulki)-র, পেয়েছে ৮.৭। একধাপ উঠে তৃতীয় 'নিম ফুলের মধু'(Neem Phuler Modhu)-র, প্রাপ্তি ৮.২। চতুর্থ স্থানে 'গীতা এলএলবি'(Geeta LLB) পেয়েছে ৮.০। পঞ্চমে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa), পেয়েছে ৭.৮। 

ষষ্ঠ স্থানে রয়েছে  'কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche), পেয়েছে ৭.৪। সপ্তমে 'সন্ধ্যাতারা'(Sandhyatara)-র ঝুলিতে ৬.৬। অষ্টম স্থানে 'জল থই থই ভালোবাসা' (Jol Thoi Thoi Bhalobasa), পেয়েছে ৬.৫। নবমে দুটি ধারাবাহিক রয়েছে। কথা (Kotha) ও 'কার কাছে কি মনের কথা' (Kar Kache Koi Moner Kotha), পেয়েছে  ৬.৪ রেটিং পয়েন্ট। দশমে 'তোমাদের রাণী'(Tomader Rani) ধারাবাহিকের স্কোর ৬.২।  

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)

 * প্রথম - জগদ্ধাত্রী (৮.৯) 

 * দ্বিতীয় - ফুলকি  (৮.৭)

 * তৃতীয় - নিম ফুলের মধু (৮.২)

 * চতুর্থ - গীতা এলএলবি (৮.০)

 * পঞ্চম- অনুরাগের ছোঁয়া (৭.৮)

 * ষষ্ঠ - কোন গোপনে মন ভেসেছে (৭.৪)

 * সপ্তম - সন্ধ্যাতারা (৬.৬)

 * অষ্টম- জল থই থই ভালোবাসা (৬.৫)
 
 * নবম- কার কাছে কই মনের কথা (৬.৪)

 * নবম- কথা (৬.৪)
 
 * দশম - তোমাদের রাণী (৬.২) 

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement