Bigg Boss 15: রিয়েলিটি শো-তে অংশ নেবেন? কী জানালেন অঙ্কিতা

গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) বিগ বসের (Bigg Boss 15) ঘরে ঢুকতে চলেছেন পরের সিজনে। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখার পর অবশেষে এ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করলেন তিনি।

Advertisement
Bigg Boss 15: থাকছেন অঙ্কিতা? যা বললেন অভিনেত্রীঅঙ্কিতা লোখান্ডে
হাইলাইটস
  • বিষয়টি আমার নজরে এসেছে । কিছু মিডিয়ায় লেখালেখি চলছে বিগ বসের আগামী সিজনে নাকি আমি অংশ নিচ্ছি।
  • আমি তাঁদের পরিষ্কার করে একটা কথাই বলতে চাই, আমি কোনও ভাবেই ওই শো-এর অংশ হচ্ছি না।

গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন গার্লফ্রেন্ড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) বিগ বসের (Bigg Boss 15) ঘরে ঢুকতে চলেছেন পরের সিজনে। প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর দেখার পর অবশেষে এ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা। সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট করলেন তিনি। জানালেন, অদূর অভিষ্যতে তাঁকে বিগ বসের ঘরে দেখার কোনও সম্ভাবনা নেই।

অঙ্কিতা পোস্টে লেখেন, “বিষয়টি আমার নজরে এসেছে । কিছু মিডিয়ায় লেখালেখি চলছে বিগ বসের আগামী সিজনে নাকি আমি অংশ নিচ্ছি। আমি তাঁদের পরিষ্কার করে একটা কথাই বলতে চাই, আমি কোনও ভাবেই ওই শো-এর অংশ হচ্ছি না। যা শুনছেন তা ভিত্তিহীন।” গুঞ্জন রটতেই অঙ্কিতাকে নিয়ে শুরু হয়ে যায় ট্রোলিং। নেটিজেনদের একাংশ তাঁর এবং সুশান্তের পুরনো সম্পর্কের প্রসঙ্গ ধরে কটাক্ষ করেন, ব্যক্তিগত সম্পর্ককে পর্দায় বেচতেই নাকি ওই রিয়ালিটি শো-তে অংশ নিচ্ছেন অঙ্কিতা। যা নিয়ে অঙ্কিতা লেখেন, “যার অংশই আমি নই মানুষ আজকাল তা নিয়েও ঘৃণা ছড়াতে কসুর করছে না।”

 

গত কয়েক দিন ধরে বলি মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল সম্ভাব্য প্রতিযোগীর তালিকায় অঙ্কিতার নাম রয়েছে। রিয়া চক্রবর্তী-কে প্রস্তাব দেওয়া হয়েছে রিয়েলিটি শো-তে অংশ নেওয়ার জন্য। রিয়া সেই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি। তবে অঙ্কিতার প্রকাশ্য বিবৃতির পর বিয়ার কাছে প্রস্তাব যআওয়া নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।

 

POST A COMMENT
Advertisement