Advertisement

Manosi Sengupta Exclusive: 'ট্রোলিং করে শান্তি পেলে করতে থাকুন...!' সোশ্যালে নোংরা কমেন্ট প্রসঙ্গে যা বললেন বিরক্ত মানসী?

Manosi Sengupta: শুরুর পর থেকে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে 'নিম ফুলের মধু'। বর্তমানে সেরা ৫ বাংলা ধারাবাহিকের মধ্যে একটি এটি। সে প্রমাণ মেলে প্রতি সপ্তাহের টিআরপি- তালিকা দেখে। ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মধ্যে বেশ জনপ্রিয় মৌমিতা অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। ছবি, ভিডিওর পাশাপাশি নিয়মিত রিলস শেয়ার করেন তিনি। এদিকে নিন্দুকদের কাছে কম সমালোচনার মুখে পড়তে হয় না তাঁকে। বারবার ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। কীভাবে সামলান নেগেটিভ মন্তব্য? bangla.aajtak.in-র কাছে ট্রোলিং নিয়ে অকপট মানসী।

Advertisement
POST A COMMENT