Advertisement

Mittir Bari Serial Shooting: মেগাতে ফিরলেন আদৃত, বিপরীতে পারিজাত! রইল 'মিত্তির বাড়ি'-র শ্যুটিং ভিডিও

Bangla Serial: ২০২৪-র শুরু থেকেই আসছে একের পর এক নতুন বাংলা ধারাবাহিক। সে তালিকায় যোগ হয়েছে নতুন মেগা 'মিত্তির বাড়ি'-র নাম। এই মেগার মাধ্যমে প্রায় বছর দেড়েক পরে ফের ছোট পর্দায় ফিরলেন আদৃত রায়। তাঁর নতুন নায়িকা পারিজাত চৌধুরী। কলকাতার এক পুরনো পরিবারের গল্প নিয়ে তৈরি হচ্ছে 'মিত্তির বাড়ি'। টেলিপাড়ার একঝাঁক পরিচিত মুখ রয়েছেন ধারাবাহিকে। শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, মানসী সিনহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। জি বাংলায় ২৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ধারাবাহিকটি। দেখুন কীভাবে চলছে শ্যুটিং।

Advertisement
POST A COMMENT