Advertisement

Aparajita Apu Video: বেলগাছিয়া রাজবাড়িতে চলছে 'অপরাজিতা অপু' -র শ্যুটিং! আগামী পর্বের গল্প বললেন অপু -দিপু

Aparajita Apu: মুখোপাধ্যায় পরিবারের সঙ্গে অপু তাঁদের গ্রামের বাড়িতে 'হানি পিকনিক' (হানিমুন+ফ্যামিলি পিকনিক)-এ গিয়েছেন। সেখানকার পারিবারিক মন্দির পরিদর্শন করেন অপু। হঠাৎই নিখোঁজ হয় দেবতার স্বর্ণালংকার। এই সমস্যার সমাধান করতে পারবে অপু? গ্রামের বাড়ির আউটডোর শ্যুটিং লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে বেলগাছিয়া রাজবাড়িকে। সেখান থেকেই নিজেদের অভিজ্ঞতা জানালেন অপু অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং দিপু ওরফে রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya)। দেখুন সেই ভিডিয়ো।

Advertisement