Advertisement

Dharmajuddha - Bismillah Exclusive: বয়কটের ডাক 'ধর্মযুদ্ধ', 'বিসমিল্লাহ'! মুক্তির আগে ছবির রিস্ক ফ্যাক্টর নিয়ে যা বলেছিলেন তারকারা

বি-টাউনের ট্রেন্ড এবার টলিপাড়াতেও। এর আগে মুক্তিপ্রাপ্ত একাধিক বলিউড ছবিকে 'বয়কট'-র ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। এবার সেই ঝড় বইছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দুই বাংলা ছবি- 'ধর্মযুদ্ধ' ও 'বিসমিল্লাহ'-র উপরও। রাজ চক্রবর্তী পরিচালিত 'ধর্মযুদ্ধ' মুক্তি পেয়েছে গত ১১ অগাস্ট। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত 'বিসমিল্লাহ' প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৯ অগাস্ট । বহু প্রতীক্ষিত এই দুই ছবির বক্স অফিস কালেকশন খুবই খারাপ। এধরনের ছবির অংশ হওয়া কি কিছুটা ঝুঁকিপূর্ণ? কাটাছেঁড়ার সম্ভাবনা কি বেশি থাকে? দুই ছবির মুক্তির আগে আজতক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ আলাপচারিতায় শেয়ার করেছিলেন তারকারা।

Boycott Dharmajuddha Bismillah bangla movie trend on social media

Advertisement
POST A COMMENT