scorecardresearch
 

Dance Dance Junior Season 3: নয়া ফরম্যাটে আসছে 'ডান্স ডান্স জুনিয়র'! কী কী চমক থাকছে এবার?

Dance Dance Junior Season 3: নয়া ফরম্যাটে আসছে 'ডান্স ডান্স জুনিয়র'! কী কী চমক থাকছে এবার?

দীর্ঘ অপেক্ষার অবসান। প্রথম দুটি সিজনের সাফল্যের পর, আসতে চলেছে 'ডান্স ডান্স জুনিয়র' সিজন ৩। জনপ্রিয় এই নাচের রিয়্যালিটি শো ঘিরে দর্শকদের কৌতূহল ও উৎসাহ দুটোই চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। 'ডিডিজে'-র এই নতুন সিজনে রয়েছে একগুচ্ছ চমক। বিশেষ কী কী থাকছে এবারের সিজনে? শেয়ার করলেন দেব, রুক্মিণী, মনামী সহ বাকি তারকারা।

Dance Dance Junior season 3 to start with new format and surprises