Advertisement

Ichhe Putul Serial: মেঘ না ময়ূরী, কার সঙ্গে বিয়ে হবে সৌরনীলের? দেখুন 'ইচ্ছে পুতুল'-র শ্যুটিং ভিডিও

জানুয়ারির গোড়ার দিকে জি বাংলায় শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক 'ইচ্ছে পুতুল'। ত্রিকোণ প্রেমের এই গল্পে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস ও শ্বেতা মিশ্র। ধারাবাহিকে এই মুহূর্তে চলছে টানটান পর্ব। মেঘ না ময়ূরী, কার সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হবে সৌরনীলের, তা নিয়ে দর্শক মনে ছিল নানা প্রশ্ন। সে উত্তর কিছুটা আন্দাজ সকলে করতে পেরেছেন, চ্যানেলের তরফে প্রকাশিত প্রোমো দেখে। গল্পে আসছে আরও নতুন ট্যুইস্ট। কীভাবে শ্যুটিং হয়েছিল বিয়ের এই প্রোমোর। দেখুন 'ইচ্ছে পুতুল'-র শ্যুটিংয়ের ভিডিও।

Advertisement
POST A COMMENT