Advertisement

Rani Rasmoni Video: 'রাণী রাসমণি'-তে 'জগদম্বা' বদল! রোশনির স্থানে এবার মিমি

দীর্ঘদিন ধরে 'করুণাময়ী রাণী রাসমণি' -র জগদম্বা চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। খুব শীঘ্রই নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই প্রেমিক তূর্জ সেনের সঙ্গে বাগদান ও আইনী বিয়ে সেরে ফেলেছেন রোশনি। এবার সামাজিক বিয়ের পালা। তাই ব্যক্তিগত কারণেই ধারাবাহিক থেকে বিরতি নিয়েছেন রোশনি। নিজেই সেকথা সোশ্যাল পেজে জানিয়েছিলেন কিছুদিন আগে। এবার জগদম্বা চরিত্রে অভিনয় করবেন, অভিনেত্রী মিমি দত্ত সাহানি। একজনের জার্নি শেষ, অপরজনের নতুন জার্নি শুরু। নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে নিলেন ধারাবাহিকের দুই 'জগদম্বা'।

Advertisement