Advertisement

Mithai Exclusive: শেষ দিন আবেগপ্রবণ টিম 'মিঠাই! কী বললেন সকলে? দেখুন ভিডিও...

শেষ হতে চলেছে 'মিঠাই'। গত নভেম্বর মাস থেকে এই গুজব শোনা গেলেও, এবারে এই খবর সত্যি হতে চলেছে। গত বুধবার ছিল 'মিঠাই'-র শেষ শ্যুট। ৩০ ও ৩১ মে-এর শ্যুটে দেখা করা যাবে কলাকুশলীদের সঙ্গে, একথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। 'মিঠাই'-র শেষ দু'দিনের শ্যুটিংয়ে হাজির ছিলেন ধারাবাহিক ও অভিনেতাদের বিপুল সংখ্যক অনুগামীরা। আবেগপ্রবণ অভিনেতারা bangla.aajtak.in-র সঙ্গে তাঁদের অনুভূতি শেয়ার করলেন।

Advertisement
POST A COMMENT