Advertisement

Mithai Ends- Shooting Video: শেষ আড়াই বছরের পথচলা, হ্যাপি এন্ডিং 'মিঠাই'-র! দেখুন শেষ ঝলক

বিদায় ঘণ্টা বাজল 'মিঠাই'-র। গত নভেম্বর মাস থেকে এই গুজব শোনা গেলেও, এবারে এই খবর সত্যি হল। ৯ জুন 'মিঠাই'-র শেষ সম্প্রচার। ৩১ মে ছিল ধারাবাহিকের শেষ শ্যুট। গত প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে ছিল মনোহরার সদস্যরা। সে প্রমাণ বারবার মিলেছে টিআরপি তালিকায়। দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার হয়ে, নয়া রেকর্ড গড়েছে 'মিঠাই'। নানা ঝড়- ঝাপটার পর 'হ্যাপি এন্ডিং' হল ধারাবাহিকের। শেষ বেলায় আবেগপ্রবণ অভিনেতারা। মন খারাপ ফ্যানেদের। দেখুন ফ্লোর থেকে 'মিঠাই'-র শেষ পর্বের শ্যুটিংয়ের ঝলক।

Advertisement
POST A COMMENT