Advertisement

Mithai Fans Emotional: চোখে জল ফ্যানেদের! শেষ বেলায় আবেগপ্রবণ মিঠাই- সৌমিতৃষাও, VIDEO

শেষ হতে চলেছে 'মিঠাই'। গত নভেম্বর মাস থেকে এই গুজব শোনা গেলেও, এবারে এই খবর সত্যি হতে চলেছে। বুধবার ছিল 'মিঠাই'-র শেষ শ্যুট। ৩০ ও ৩১ মে-এর শ্যুটে দেখা করা যাবে কলাকুশলীদের সঙ্গে, একথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন সৌমিতৃষা কুন্ডু। 'মিঠাই'-র শেষ দু'দিনের শ্যুটিংয়ে হাজির ছিলেন ধারাবাহিক ও অভিনেতাদের বিপুল সংখ্যক অনুগামীরা। প্রিয় অভিনেতাদের একবার দেখতে, ছুঁতে বা ছবি তুলতে, সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে তারা দিনভর অপেক্ষা করেছেন ভরতলক্ষ্মী স্টুডিওতে। চকোলেট, ফুল, টেডি বেয়ার, শাড়ি, গয়না, ছবি, কার্ড থেকে শুরু করে নানা ধরণের উপহারে তারা ভরিয়ে দিয়েছেন। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সৌমিতৃষাও। ফ্যানেদের চোখেও ছিল জল। সেই মুহূর্তের সাক্ষী থাকল bangla.aajtak.in।

Advertisement
POST A COMMENT