scorecardresearch
 

Neel-Trina Thailand Vacations: থাইল্যান্ডে 'কহো না পেয়ার হ্যায়'-র সিগনেচার স্টেপ নীল- তৃণার! Viral Video

Neel-Trina Thailand Vacations: থাইল্যান্ডে 'কহো না পেয়ার হ্যায়'-র সিগনেচার স্টেপ নীল- তৃণার! Viral Video

টেলি পাড়ার অন্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। সুযোগ পেলেই ভ্যাকেশনে চলে যান তাঁরা। কর্ম ব্যস্ততা থেকে ছুটি নিয়ে দু'জনে সম্প্রতি গিয়েছিলেন বিদেশে। থাইল্যান্ডে দারুণ রোমান্সে মজেছেন 'তৃনীল'। নিজেদের সোশ্যাল পেজে ভ্যাকেশনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তারকা জুটি।

Neel Bhattacharya Trina Saha Thailand Vacation viral video