Advertisement

Sabyasachi Chowdhury: বিরতির পর 'রামপ্রসাদ' ফিরবেন সোশ্যালে? Exclusive সব্যসাচী

বামাক্ষ্যাপার চরিত্রে সকলের মন জয় করার পর, এবার সাধক রামপ্রসাদ রূপে ছোট পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'। একদিকে সংসার অন্যদিকে মা কালীর গান, কীভাবে সামলেছিলেন কবিরঞ্জন? চরিত্রের জন্যে কতটা প্রস্তুতি নিতে হয়েছে? বারবার কেন পৌরাণিক চরিত্রের নায়ক হয়ে সামনে আসেন? bangla.aajtak.in -এর সঙ্গে মনখোলা আড্ডায় শেয়ার করলেন সব্যসাচী। উঠে এল আরও অজানা কথা।

Advertisement
POST A COMMENT