scorecardresearch
 

Sa Re Ga Ma Pa 2022- Grand Finale: সঙ্গীতের মহারথীরা দিলেন বিশেষ বার্তা, দেখুন 'সারেগামাপা'-র গ্র্যান্ড ফিনালের আগাম ঝলক

Sa Re Ga Ma Pa 2022- Grand Finale: সঙ্গীতের মহারথীরা দিলেন বিশেষ বার্তা, দেখুন 'সারেগামাপা'-র গ্র্যান্ড ফিনালের আগাম ঝলক

'সারেগামাপা' (Sa Re Ga Ma Pa)-র জনপ্রিয়তার মাত্রা অন্য রকম। প্রতি সিজনে জি বাংলা খোঁজ করে সেরার সেরা প্রতিভাদের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর একেবারে শেষ লগ্নে পৌঁছেছে গানের এই রিয়্যালিটি শো। গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে হাজির থাকবেন সঙ্গীতশিল্পী কুমার শানু ও সোনু নিগম। ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন পদ্মাপলাশ হালদার, সোনিয়া গজমার, আলবার্ট কাবো, অস্মিতা কর, বিমান বুলেট সরকার এবং ঋদ্ধিমান বিশ্বাস। কার মাথায় উঠবে বিজয়ীর শিরোপা? কে হবে এই সিজনের চ্যাম্পিয়ন? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায়। সঙ্গীতের মহারথীরা কী বলছেন ফিনালে নিয়ে? দেখুন 'সারেগামাপা'-র গ্র্যান্ড ফিনালের আগাম ঝলক।