Advertisement

Sharbojoya Serial Video: আসছে 'সর্বজয়া'! শ্যুটিং ফ্লোর থেকে অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতারা

স্নেহাশীষ চক্রবর্তীর পরিচালনায়, জি বাংলায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'সর্বজয়া' (Sharbojoya)। প্রায় এক দশক পর এই মেগার মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে ফিরেছেন অভিনেত্রী তথা প্রাক্তন বিধায়ক দেবশ্রী রায় (Debashree Roy)। সংসারে থেকে এক নারীর স্বপ্ন পুরণের কথা বলবে এই সিরিয়াল। প্রথমদিন ফ্লোরে শ্যুটিং করার ফাঁকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলেন সঙ্ঘমিত্রা তালুকদার, মৌমিতা গুপ্ত এবং জয় বদলানী।

Advertisement