Advertisement

Shruti Das on Women's Day Exclusive: মহিলা বলে কখনও ইন্ডাস্ট্রিতে এক্সট্রা সুবিধা নিইনি: শ্রুতি

কখনও গায়ের রং তো কখনও চরিত্র, বারবার ট্রোলিংয়ের স্বীকার হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। এমনকী বাদ যায়নি পরিচালক- প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনাও। তবে 'কেয়ার নট অ্যাটিটিউট' রেখে, নিন্দুকদের মুখে ছাই ঘষে দেওয়া যায়, সেটাই বারবার বুঝিয়ে দিয়েছেন 'রাঙা বউ'-র পাখি। কাটোয়া থেকে স্টুডিও পাড়ায় পা রাখার জার্নিটা মোটেও সহজ ছিল না। বর্তমান সময়ে নারী দিবস উদযাপন কতটা প্রাসঙ্গিক? মহিলা বলে আরও বেশি সংগ্রাম করতে হয়েছে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে? ছোট পর্দার নারী চরিত্রদের নিয়ে কটাক্ষ চলে নেটমাধ্যমে, এই প্রসঙ্গে কী মন্তব্য অভিনেত্রীর? শুধু bangla.aajtak.in-কে সঙ্গে উত্তর দিলেন শ্রুতি।

Advertisement
POST A COMMENT