scorecardresearch
 
Advertisement

Shweta- Ranojay Serial: এবার জুটিতে রণজয়- শ্বেতা, আসছে নতুন মেগা! শ্যুটিং VIDEO

Shweta- Ranojay Serial: এবার জুটিতে রণজয়- শ্বেতা, আসছে নতুন মেগা! শ্যুটিং VIDEO

Bangla Serial VIDEO: জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। আবার শুরু হচ্ছে বেশ কয়েকটি নতুন মেগা। গোটা ২০২৩ জুড়ে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। সে তালিকায় যোগ হল 'কোন গোপনে মন ভেসেছে'-র নাম। জি বাংলায় আসছে এই নতুন মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য ও রণজয়। ধারাবাহিকে প্রোমো প্রকাশ্যে আসতেই দারুণ উৎসাহী দর্শকেরা। ১৮ ডিসেম্বর থেকে সোম- শনিবার রাত ৮.৩০ মিনিটে দেখা যাবে এই মেগা। দেখুন কীভাবে চলছে ধারাবাহিকের শ্যুটিং।

Advertisement