Advertisement

Tollywood Update: বোল্ড ফটোশুট-এ শোলাঙ্কি, খড়ির রূপে মুগ্ধ নেটিজেনরা

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'খড়কুটো ধারাবাহিকে খড়ির চরিত্রে বেশ জনপ্রিয় তিনি। ধারাবাহিকে প্রতিবাদী চরিত্রে দেখা যায় শোলাঙ্কি কে। এই ধারাবাহিকেএকেবারে সিম্পল লুকে দেখতে পাওয়া যায় শোলাঙ্কিকে।  সম্প্রতি, খড়িকে দেখা গেল একেবারে বোল্ড লুকে। যা দেখে, প্রশংসায় ভরাচ্ছেন অনুগামীরা। এরকম বোল্ড লুক এ যদিও প্রথম।বার নয় অভিনেত্রী।এর আগেও দিওয়ালি তেই করেছিলেন বোল্ড শুট।এবার বোল্ড শুট এ অভিনেত্রীর থেকে ত চোখ স্মরণীয় যাচ্ছিল না।নীল রঙের পোশাক পরে ঝর তোলেন ফটো শুট এই। এই ছবি বা ভিডিও কোনোটাই তার সমাজ মাধম্যে সাড়ে করেননি।সবটাই আজতক বাংলার এক্সক্লুসিভ মুহূর্ত।  ইচ্ছে নদী দিয়ে শুরু হয়েছিল অভিনেত্রীর পথ চলা।তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমা কাদম্বিনী,গাঁটছড়ার মতন একাধিক ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন।

Tollywood diva Solanki Roy bold photoshoot

Advertisement