Advertisement

Youtuber Kiran Dutta: বং গাই কিরণ দত্তের YouTube থেকে মাসে কত আয় জানেন?

বাঙালি ইউটিউবারদের মধ্যে সবথেকে সফল বলা চলা কিরণ দত্তকে। যদিও তিনি সকলের কাছে বং গাই হিসাবে পরিচিত। এক সাধারণ ঘরের ছেলে শুধুমাত্র ইউটিউব ও ফেসবুকে ব্লগ-ভিডিও বানিয়েই আজকে লাখপতি হয়ে গিয়েছেন। কিরণ সেলিব্রিটিদের থেকে কম কিছু নন। তাঁর ফ্যান ফলোয়ার্সদের সংখ্যা আচ্ছা আচ্ছা তারকাদেরও হার মানায়। ইউটিউবে ভিডিও বানিয়েই কিরণ নিজের ফ্ল্যাট-গাড়ি করেছেন। কিরণ দত্ত মাসে কত উপার্জন করেন, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। গত বছর দাদাগিরি-তে গিয়ে কিরণ দত্ত জানিয়েছিলেন তাঁর আয়ের কথা। যেটা শুনে অনেকেরই মুখ হাঁ হয়ে গিয়েছিল। 

Advertisement
POST A COMMENT