scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

TRP থেকে হিট, 'অনুপমা' থেকে 'কুলফি কুমার', বাংলা ধারাবাহিকের রিমেক হিন্দিতে

অনুপমা
  • 1/7

রূপালি গাঙ্গুলির ধারাবাহিক 'অনুপমা' এখন সকলেরই বেশ ভাল লাগছে। টিআরপি রেটিংয়েও এক নম্বরে এই ধারাবাহিক। 'অনুপমা'র কাহিনি এবং তারকাদের অভিনয়ের কারণে দর্শক এই ধারাবাহিককে খুবই পছন্দ করছেন। তবে জানেন কি 'অনুপমা' বাংলা ধারাবাহিক 'শ্রীময়ী'-এর রিমেক।

সসুরাল গেন্দা ফুল
  • 2/7

'সাসুরাল গেন্দা ফুল' ধারাবাহিকে প্রধান চরিত্রে রাগিনী খান্না এবং জয় সোনি। এই সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে সুপ্রিয়া পিলগাঁওকারকে অভিনয় করতে দেখা গেছে। বেশ ভাল সাড়া ফেলেছে এই ধারাবাহিক। এই সিরিয়ালটি বাংলা ধারাবাহিক 'ওগো বোধু সুন্দরী'র রিমেক। বাংলায় এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন ঋততাভরী চক্রবর্তী।

গুস্তাখ দিল
  • 3/7

'গুস্তাখ দিল' সিরিয়ালটিও বেশ পছন্দ করেছেন দর্শক। এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় ছিলেন সানা আমিন শেখ। এই ধারাবাহিক বাংলার 'বউ কথা কও'-র রিমেক।

Advertisement
কুলফি কুমার বাজেওয়ালা
  • 4/7

মোহিত মালিকের 'কুলফি কুমার বাজেওয়ালা' বেশ হিট হয়েছিল। দুবছর চলেছিল এই ধারাবাহিকটি। বাংলার 'পটল কুমার গানওয়ালা'র রিমেক এটি। হিন্দির পাশাপাশি তেলুগু, মালায়লাম এবং তামিল ভাষায়ও তৈরি হয়েছিল এই ধারাবাহিক।

জয় কানহাইয়া লাল
  • 5/7

'ভজ গোবিন্দ' ধারাবাহিকের হিন্দি ভার্সন 'জয় কানহাইয়া লাল'। হিন্দি ধারাবাহিকের মুখ্য ভূমিকায় ছিলেন বিশাল বশিষ্ঠ। 

অলক্ষ্মীকা কা সুপার পরিবার
  • 6/7

'সংসার সুখের হয় রমণীর গুণে'। এই ধারাবাহিকের হিন্দি 'অলক্ষ্মীকা কা সুপার পরিবার'। হিন্দি ভার্সনে প্রধান চরিত্রে ছিলেন হেলি শাহ।

মা
  • 7/7

বাংলায় বেশ জনপ্রিয় ধারাবাহিক 'মা'-এর হিন্দি রিমেক 'হোয়েন মাই মাদার'। তবে এই ধারাবাহিক বেশি দিন চলেনি।

Advertisement