Advertisement
মনোরঞ্জন

কখনও সাবেকী, তো কখনও বোল্ড- ফ্যাশানিয়েস্তা মনামি'র ইনস্টার অন্দরমহল

  • 1/11

লকডাউন তো বটেই, তার আগেও সোশ্যাল মিডিয়ার মধ্যমণি মনামি ঘোষ। কখনও সাবেকী সাজে তো কখনও হট তকমা জুড়ে দেওয়া যায় তাঁর লুক দেখে। এক কথায় তিনি ফ্যাশানিয়েস্তা। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ১.৫ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 2/11

শাড়িতে তিনি যেমন বঙ্গললনা, সুইম স্যুটে ততধিক বোল্ড। তাঁর ইনস্টা ওয়ালে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় এসব ছবি। গো উইথ দ্য ফ্লো-তেই বিশ্বাসী নায়িকা। ভালবাসেন বেড়াতে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 3/11

আনলক পর্বের শুরুতেই পাড়ি দিয়েছিলেন দার্জিলিং। সেখান থেকেও দেদার ছবি তুলেছেন পর্দার ইরাবতী। সুযোগ পেলেই ঘুরে আসেন থাইল্যান্ডে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement
  • 4/11

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই বলেছিলেন, কতবার যে থাইল্যান্ড গিয়েছেন বলতে পারবেন না। গতবছরই গিয়েছিলেন ভিয়েতনামে। শেষ তাঁকে ছোটপর্দায় দেখা গিয়েছে ইরাবতীর চুপকথা ধারাবাহিকে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 5/11

 'সাতকাহন' ধারাবাহিক দিয়েই টেলিপর্দায় ডেবিউ হয়েছিল মনামির। তারপর বিন্নি ধানের খই, এক আকাশের নীচে, একদিন প্রতিদিন-এর মতো ধারাবাহিকের বারবার দেখা গিয়েছে তাঁকে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 6/11

তবে সোশ্যাল মিডিয়ায় দ্রুত বাড়ছে তাঁর ফলোয়ারের সংখ্যা। হবে নাই বা কেন ড্রয়িংরুমে পছন্দের মুখগুলোর একটা যে তিনি। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 7/11

একা একা সময় কাটাতে, বাই নিরিবিলিতে বেড়াতে ভালবাসেন মনামি। সুযোগ পেলেই দেশে বা দেশের বাইরে পাড়ি জমান অভিনেত্রী। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement
  • 8/11

লকডাউনে নাচের ভিডিয়োয় বাজিমাত করেছিলেন তিনি। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলও খুলে ফেলেছেন মনামি। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 9/11

তবে নেট দুনিয়ায় কটাক্ষের শিকার কমই হয়েছেন নায়িকা। নিজেই জানিয়েছেন, খুব বেশি ট্রোল হন না তিনি। হয়তো বা ৫ শতাংশ নেগেটিভ কমেন্ট থাকে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 10/11

নিজের খেয়াল খুশি মতোই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মনামি। প্ল্যান মাফিক চলেন না খুব একটা। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

  • 11/11

শুধু ছোটপর্দা নয়, বড়পর্দাতেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন মনামি। ফোটো- মনামির ইনস্টাগ্রাম সৌজন্যে

Advertisement