scorecardresearch
 
Advertisement
টেলিভিশন

নতুন বছরও বিনোদনে ভরপুর! আসছে অনেকগুলি বাংলা ধারাবারিক

মিঠাই
  • 1/5

মিঠাই (Mithai)

বছরের শুরুতেই জি বাংলায় আসছে নতুন মেগা ধারাবাহিক 'মিঠাই'। মুখ্য চরিত্রে দেখা যাবে বড়পর্দার চেনা মুখ আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডুকে।বাংলার হারিয়ে যাওয়া মিষ্টির গল্পের সঙ্গে এগোবে ধারাবাহিকের কাহিনি। 'মনোহরা' নামের এক বনেদি বাড়িতে মিষ্টি বিক্রি করতে আসে মিঠাই। সেই মিষ্টি খেয়ে বেজায় খুশি সকলেই। অন্যদিকে বাড়ির গম্ভীর, মেজাজি ছেলে সিদ্ধার্থ ওরফে সিড এক্কেবারেই পছন্দ করে না মিষ্টি। মিঠাই কি পারবে মনোহরা খাইয়ে সিডের মন জয় করতে?

ধারাবাহিকে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, স্বাগতা বসু, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিংহ, ঐন্দ্রিলা, অর্পিতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে। আগামী ৪ জানুয়ারি থেকে রাত ৮টায় জি বাংলায় দেখা যাবে 'মিঠাই'। 

 

রিমলি
  • 2/5

রিমলি (Rimli)

জি বাংলায় খুব শীঘ্রই আসছে আরও এক নতুন মেগা ধারাবাহিক ‘রিমলি’। কৃষক পরিবারের মেয়ে রিমলি, ক্ষেতের কাজ করেই অন্ন সংস্থান করে।এরকম অভাব বহু রিমলিদের নিত্যদিনের সঙ্গী। কৃষিজীবী মানুষদের লড়াইয়ের গল্পই এবার উঠে আসবে এই নতুন মেগা ধারাবাহিকের মধ্যে দিয়ে। ইতিমধ্যে সম্প্রচারিত হয়েছে প্রোমো। পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার যন্ত্রণা ফুটে ওঠে তাঁদের চোখে মুখে। রিমলি চরিত্রে অভিনয় করছেন টুম্পা পাল। এই ধারাবাহিকটি প্রযোজনায় রয়েছে অ্যাক্রোপলিস। 

 

 

অগ্নিশিখা
  • 3/5

অগ্নিশিখা ( Agnisikha)

খুব শীঘ্রই  সান বাংলায় আসছে 'অগ্নিশিখা'। পুরুলিয়ার এক প্রত্যন্ত আদিবাসী গ্রামের সাঁওতালি মেয়ে শিখা। এদিকে বিদেশের উচ্চশিক্ষিত ছেলে বিক্রম। ভাগ্যচক্রে ভিন্ন পরিবেশের দুজন মানুষ একে অপরের প্রেমে পড়ে। পরিবার কি মেনে নেবে তাঁদের এই সম্পর্ক? কী পরিণতি হবে তাঁদের সম্পর্কের? প্রেমের জন্যে লড়াইয়ের পাশাপাশি আদিবাসী তরুণীর কঠোর সংগ্রাম উঠে আসবে ধারাবাহিকে।  

 

Advertisement
দেশের মাটি
  • 4/5

দেশের মাটি (Desher Mati)

স্টার জলসায় আসছে নতুন ধারাবারিক 'দেশের মাটি'। বর্তমান শহরকেন্দ্রিক ও ডিজিটাল দুনিয়ায় মানুষ অনেক বেশি করে তাঁর শিখড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিশেষত তরুণ প্রজন্ম, প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে কিংবা অন্য দেশে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তাঁর পরিবারের ওপর। সেই হারিয়ে যাওয়া মূল্যবোধ ও গুরুত্ব আরও একবার মনে করিয়ে দিতেই আসছে 'দেশের মাটি'।

 ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় চিত্রনাট্যে লিখেছেন ও প্রযোজনায় রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়। অন্যদিকে পরিচালনা ও প্রযোজনা দুটোর দায়িত্বভার সামলাচ্ছেন শৈবাল ব্যানার্জি। আগামী ৪ জানুয়ারি সন্ধ্যা ৬.৩০ তে সোম থেকে রবিবার রোজ দেখা যাবে 'দেশের মাটি'।

এই ধারাবাহিকে অভিনয় করছেন শ্রুতি দাস,দিব্যজ্যোতি দত্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়,অশোক ভট্টাচার্য ও অনুসূয়া মজুমদার, ভরত কল,রূকমা রায়, তথাগত মুখার্জি ও আরও অন্যান্যরা। 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

গঙ্গারাম
  • 5/5

গঙ্গারাম (Gangaram)

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে স্টার জলশায় নতুন মেগা সিরিয়াল 'গঙ্গারাম'। ইতিমধ্যে 'নেতাজী' খ্যাত অভিষেক বসু নতুন চরিত্রে নজর কেড়েছে সকলের। গ্রামের এক সরল সোজা ছেলে গঙ্গারাম, তাঁর অসাধারণ প্রতিভায় মুগ্ধ করে সকলকে। বিভিন্ন বাদ্যযন্ত্র অনায়াসেই বাজতে পারে সে । সংসার চালাতে বাবার ব্যান্ড পার্টিতে সানাই বাজাতে গ্রাম থেকে শহরে এসে গঙ্গারাম মুখোমুখি হন ধনী, জেদী ও আদুরে 'টায়রা'-র সঙ্গে। একেবারে ভিন্ন ধারার দু'জনের ভাগ্য কীভাবে মিলে যায় তা নিয়ে গল্প এগোয়। টায়রা চরিত্রে অভিনয় করেছেন সোহিনী গুহ রায়‌।

সোমবার থেকে শুক্রবার রাত ৯.৩০ টায় স্টার জলসায় সম্প্রচারিত হয়।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

Advertisement