
কোজাগরী আরাধনায় মেতেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে শেয়ার করলেন ছবিও।

লক্ষ্মী পুজোয় শাড়ি পড়ে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি।

রচনা লক্ষ্মীপুজো কাটিয়েছেন ছেলে প্রনীলের সঙ্গে।

নিজের বাড়িতেই লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন অভিনেত্রী- নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত।

নিজের বাড়িতে লক্ষ্মীপুজো সমস্ত কাজএকা হাতে সামলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

সাদা শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছেন সোনার গয়না।

দুর্গা পুজো উপলক্ষে কলকাতায় নিজের বাড়ি এসেছেন গায়ক অনীক ধর। লক্ষ্মী পুজোয় কমলা রঙা পাঞ্জাবির পরেছেন তিনি। স্ত্রী দেবলীনা পরেছেন লাল -ঘিয়ে শাড়ি।

কিছুদিন আগেই অভিনেতা রুদ্রজিত মুখার্জির সঙ্গে বাগদান হয়েছে অভিনেত্রী প্রমিতা চক্রবর্তীর। টুকটুকে লাল শাড়ি পরে লক্ষ্মী পুজোয় সেজেছেন অভিনেত্রী।

নিজের হাতে বাড়ির লক্ষ্মীপুজোর সমস্ত আয়োজন করেছেন সংগীত শিল্পী অদিতি মুন্সি।

লক্ষ্মী ঠাকুরের সঙ্গে রাইকিশোরী, পুজো করেছেন শ্রীকৃষ্ণেরও।

নিজের বাড়িতে আলপনা দিচ্ছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। পুজোর এই দিনে সঙ্গে রয়েছেন বিশেষ বন্ধু স্বর্ণ শেখর জোয়ারদারও।

বিয়ের পর প্রথম লক্ষ্মীপুজোয় বাড়িতে একসঙ্গে কাটিয়েছেন অভিনেতি জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাস।

লক্ষ্মী পূজা উপলক্ষে গোলাপি রঙা সিল্কের শাড়িতে সেজেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সোনার গয়নার সঙ্গে চুলের খোঁপায় রয়েছে জুঁই ফুলের মালা।