Advertisement
মনোরঞ্জন

TRP: আবার শীর্ষে 'অনুপমা', তালিকায় নতুন ধারাবাহিক 'ইমলি'

  • 1/6

২০২০-র ৪৬তম সপ্তাহের টিআরপি তালিকা এসে গিয়েছে। দীর্ঘদিন ধরে যে ধারাবাহিক একনম্বরে ছিল, সে নিজের জায়গা ধরে রেখেছে। এছাড়াও এই সপ্তাহে কয়েকটি নতুন ধারাবাহিক যোগ হয়েছে তালিকায়। এবার দেখে নেওয়া যাক তারা কারা। 

  • 2/6

রজন শাহি পরিচালিত 'অনুপমা' নিজের জায়গা ধরে রেখেছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় আবারও একনম্বরে এই ধারাবাহিক। রূপালি গাঙ্গুলি অভিনীত এই ধারাবাহিক দর্শকরা বেশ আগ্রহ নিয়েই দেখছেন।

  • 3/6

'অনুপমা'র পর দর্শকের দ্বিতীয় পছন্দের তলিকায় 'কুন্ডলি ভাগ্য'। শ্রদ্ধা আরিয়া এবং ধীরজ ধূপার অভিনীত এই ধারাবাহিকে এখন নতুন টুইস্ট এসেছে। গত সপ্তাহে পাঁচ নম্বরে থাকা এই শো এখন দ্বিতীয় স্থানে। 

Advertisement
  • 4/6

একতা কাপুরের 'কুমকুম ভাগ্য' দীর্ঘদিন ধরেই টিআরপি তালিকায় ভাল জায়গাতেই থাকে। শ্রুতি ঝাঁ এবং শাব্বির আলুওয়ালিয়ার রসায়ন পছন্দ করে। এই সপ্তাহে তিন নম্বরে রয়েছে 'কুমকুম ভাগ্য'।

  • 5/6

গত সপ্তাহ থেকে স্টার প্লাসে নতুন ধারাবাহিক 'ইমলি' শুরু হয়েছে। এরইমধ্যে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে এই শো। এই সপ্তাহের টিআরপি তালিকার চার নম্বরে রয়েছে 'ইমলি'। প্রথম সপ্তাহেই যদি এমন হয়, তবে পরবর্তীকালে এই শো কোথায় যাবে বোঝাই যাচ্ছে। 

  • 6/6

অনেকদিন পর আবার ছন্দে ফিরল স্টার প্লাসের ধারাবাহিক 'ইয়ে হ্যায় চাহতে'। পঞ্চমস্থানে রয়েছে এই ধারাবাহিক। 

Advertisement