বছরের শুরুতেই বিয়ের সানাই, চারহাত এক হল মিমি-ওমের

বছরের প্রথম দিনেই ছিমছাম অনুষ্ঠানে চারহাত এক হল এই জুটির। তবে কেউই সে কথা জানতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই সামনে এল বিয়ের কথা।

Advertisement
বছরের শুরুতেই বিয়ের সানাই, চারহাত এক হল মিমি-ওমের ওম-মিমির বিয়ের ছবি। ফোটো- ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • বছরের শুরুতেই বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ওম-মিমি
  • সোশ্যাল মিডিয়ায় রেজিস্ট্রি বিয়ের ছবি দিলেন তাঁরা
  • টলিপাড়ায় ফের একবার বিয়ের সানাই

করোনা মধ্যেও টলিপাড়ার জুটিদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেমে থাকেনি। বাগদান সেরেছেন ইমন। রীতিমতো ঘটা করে গাঁটছড়া বেঁধেছেন গৌরব-দেবলীনা। এবার মিমি এবং ওমের সময়। বছরের প্রথম দিনেই ছিমছাম অনুষ্ঠানে চারহাত এক হল এই জুটির। তবে কেউই সে কথা জানতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পরেই সামনে এল বিয়ের কথা। 

১ জানুয়ারী ইনস্টাগ্রামে প্রেমের মুহূর্ত শেয়ার করেছেন মিমি। বছরের প্রথমেই রেজিস্ট্রি সেরে ফেলেছেন টলিপাড়ার এই লাভ বার্ডসরা। শাড়ি-গয়না পরে সাবেকী সাজেই দেখা গিয়েছে মিমিকে। ওম-ও পরেছিলেন নীল রঙা পাঞ্জাবি। অনবদ্য দেখাচ্ছিল দুজনকেই। তবে সিনে জগতের কারওই দেখা মেলেনি এদিন। আত্মীয়দের উপস্থিতিতেই ঘরোয়া অনুষ্ঠানে আইনী মতে বিয়ে সেরেছেন ওম-মিমি। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

‘ভুতু’, ‘গোপাল ভাঁড়’, ‘জয়ী’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ তো করেইছেন আপাতত কাজে ব্যস্ত মিমি। ওমের হাতেও রয়েছে ছবির কাজ। দুজনকেই বেশ কয়েকটি রিয়্যালিটি টিভি শোয়েও দেখা গিয়েছে পূর্বে। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও ছবি দিয়েছেন বিভিন্ন মুডে। কিছুদিন আগে গৌরব-দেবলীনার বিয়েতেও দেখা গিয়েছে তাদের। বছরের শুরুতেই খুশির খবরে মন ভাল করে দিয়েছেন অনুরাগীদের। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi Dutta (@duttamimi007)

টলিউডে এখন বিয়ের কাউন্টডাউ চলছে। সামনেই বিয়ে নীল-তৃণার। কিছুদিনের মধ্যে বিয়ের দিন ঘোষণা করবে অঙ্কুশ-ঐন্দ্রিলা। জুপিটার-ত্বরিতার বিয়েও সামনেই। ইমনের তো ফেব্রুয়ারীতে বিয়ে। একের পর খুশির জোয়ারে ভাসছে সিনে দুনিয়া। 

POST A COMMENT
Advertisement