প্রকাশ্যে 'ডান্স ডান্স জুনিয়র'-এর প্রোমো, গুরু আর দেব মিলে জমজমাট রিয়্যালিটি শো

প্রকাশ পেয়েছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'-এর প্রোমো। 'একটা ডান্স পাল্টে দিতে পারে একটা জীবন।' বলছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সঙ্গে রয়েছেন দেব এবং মনামী।

Advertisement
প্রকাশ্যে 'ডান্স ডান্স জুনিয়র'-এর প্রোমো, গুরু আর দেব মিলে জমজমাট রিয়্যালিটি শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২
হাইলাইটস
  • প্রকাশ্যে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'-এর প্রোমো।
  • 'গুরু দেব' মিলে শুরু হতে চলেছে জমজমাট রিয়্যালিটি শো।
  • চলার পথে মশাল হাতে আলো দেখাবেন ডান্সিং কুইন মনামী ঘোষ।

প্রকাশ পেয়েছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'-এর প্রোমো। 'একটা ডান্স পাল্টে দিতে পারে একটা জীবন।' বলছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সঙ্গে রয়েছেন দেব এবং মনামী। 

স্টার জলসার নতুন রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২'। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। কালো জ্যাকেটে, কালো চশমায় মিঠুন। 'নতুন আলো নতুন আশা, ডান্সের নতুন ভাষা' এই ট্যাগ লাইনে শো আসছে। প্রোমোতে গুরু এবং দেব বলছেন, 'খুঁজে এনেছি এক ঝাঁক নতুন চ্যালেঞ্জ।' 'বাংলার ট্যালেন্টরাই পারে দুনিয়া কাঁপাতে।'

মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছেন, 'একটা ডান্স পাল্টে দিতে পারে একটা জীবন।' দেবের দাবি, 'একই লক্ষ্য নিয়ে একসঙ্গে প্রথম বার 'গুরু দেব'। আর ডান্সের এই রাস্তায় মশাল হাতে আলো দেখাবেন ডান্সিং কুইন মনামী ঘোষ। 

স্টার জলসার সোশ্যাল পেজে প্রকাশ পেয়েছে প্রোমো। একেবারে নতুন লুকে মিঠুন। কালো জ্যাকেট, কালো চশমা, লম্বা চুল, দাড়ি-গোঁফ। গলায় ঘিয়ে রঙের উত্তরীয়। গত বছর 'ডান্স ডান্স জুনিয়র সিজন ১'-এ মহাগুরুর পাশাপাশি বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী। 

চলতি বছর নভেম্বরের শেষের দিকে প্রোমো শুটে মিঠুন আসেন শহরে। মেকআপরুমে মিঠুনের ছবি ভাইরাল হয় সেসময়। এরপরই চ্যানেলের সোশ্যাল পেজে প্রকাশ পায় মিঠুন এবং দেবের ছবি। এখন প্রোমো প্রকাশ্যে আসতে উন্মদনার পারদ চড়েছে দ্বিগুণে। 

POST A COMMENT
Advertisement