scorecardresearch
 

'দেশের মাটি'র টানে ছোটপর্দায় ফিরছেন শ্রুতি-রাহুলরা

ভিটে মাটি ছেড়ে কাজের সন্ধানে বহু জায়গায় যেতে হয় মানুষকে। কিন্তু তাই বলে মাটির টান কি এত সহজে হারিয়ে যায়? না মানুষ ভুলে পারে নিজের শিকড়। আধুনিকতার মোড়কে বাইরের জীবন যতই রঙিন হোক না কেন, আপনজনেদের সঙ্গে সাদা-কালো সময়ে ফিরে যেতে চায় সকলে।

Advertisement
নতুন ধারাবাহিক 'দেশের মাটি' নতুন ধারাবাহিক 'দেশের মাটি'
হাইলাইটস
  • আসছে মেগা ধারাবাহিক 'দেশের মাটি'। যৌথ পরিবারের কাহিনি।
  • ছোটপর্দায় আবার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক।
  • শেকরের টানে বড়পর্দায় 'মাটি' তৈরি করেছিলেন পরিচালকদ্বয়।

ভিটে মাটি ছেড়ে কাজের সন্ধানে বহু জায়গায় যেতে হয় মানুষকে। কিন্তু তাই বলে মাটির টান কি এত সহজে হারিয়ে যায়? না মানুষ ভুলে পারে নিজের শিকড়। আধুনিকতার মোড়কে বাইরের জীবন যতই রঙিন হোক না কেন, আপনজনেদের সঙ্গে সাদা-কালো সময়ে ফিরে যেতে চায় সকলে। 

এমনই এক চিত্রনাট্য নিয়ে ছোটপর্দায় ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ঘটনাবহুল বছরে ফের একবার ছোটপর্দায় বাজিমাত করতে প্রস্তুত এই জুটি। এর আগে বড়পর্দায় আদিল হুসেন ও পাওলি দামের সঙ্গে 'মাটি' তৈরি করেছেন এই পরিচালকদ্বয়। সেই সোঁদা গন্ধই এবার তাঁরা ফিরিয়ে আনছেন দেশের 'মাটি'তে। 

স্টার জলসার এই ধারাবাহিকে দেখা যাবে রাহুল বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাস, ভরত কল, তথাগত মুখোপাধ্যায়, ঋতা দত্ত চক্রবর্তী, দিব্যজ্যোতি দত্ত, রুকমা রায়দের। বাড়ির বয়জ্যেষ্ঠো সদস্যদের ভূমিকায় অশোক ভট্টাচার্য ও অনসূয়া মজুমদার। বনেদি পরিবারের এই বড়কর্তার মুখেই শোনা যায়- ''এই বয়সে শেকড় ছেড়ে কোথায় যাব রে?''-এর মত সংলাপ। 

 

শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে 'দেশের মাটি'র প্রোমো। সেখানে পড়শি মেয়ে শ্রুতির গলায় শোনা গিয়েছে সাত পুরুষের ভিটেমাটির প্রতি মূল্যবোধের প্রশ্ন। ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেডের নতুন ধারাবাহিকের উদ্দেশ্য যৌথ পরিবারের কাহিনি। এই ধারাবাহিকে শ্রুতির বিপরীতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে।
 
'আয় খুকু আয়' ধারাবাহিকের পর বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন রাহুল। আবার তাঁকে দেখা যাবে এই ধারাবাহিকে। আবার 'ত্রিনয়নী'র পর শ্রুতির এটা দ্বিতীয় ধারাবাহিক। 'জয়ী', 'চুনি পান্না'র মতো ধারাবাহিকের পর দিব্যজ্যোতি পা রাখতে চলেছেন 'দেশের মাটি'তে।

Advertisement

Advertisement