Advertisement
মনোরঞ্জন

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই শ্রাবন্তী-রোশন ডিলিট করেছেন পুরনো ছবি!

srabanti
  • 1/7

২০১৯ সালের এপ্রিলে বিয়ে করেছিল রোশন সিংকে। বছর ঘুরতে না ঘুরতেই আলাদা থাকার জল্পনা। দশমীর দশদিন আগে থেকে নাকি আলাদা থাকছেন দুজনে। 

srabanti
  • 2/7

এক্কেবারে পাঞ্জাবী মতে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। চণ্ডীগড়ে নিয়ম মেনে অফিসিয়ালি রোশন ঘরণী হয়েছিলেন নায়িকা। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। 

srabanti
  • 3/7

কিন্তু এখন ইনসটাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন শ্রাবন্তী-রোশন। একসঙ্গে দুজনের কোনও পুরনো ছবিও নেই। তাতেই গুঞ্জন বেড়েছে। 

Advertisement
srabanti
  • 4/7

১৩ অগস্ট রোশন-শ্রবান্তীর জন্মদিন। একে অপরকে নিয়ে পোস্ট করেছিলন। কিন্তু এখন ইনস্টাগ্রামে একে অপরের জন্য করা জন্মদিনের পোস্টও নেই।

srabanti
  • 5/7

রোশন সিং পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। পার্কসার্কাসেই নাকি তাঁর বাড়ি। আপাতত সেখানেই রয়েছেন তিনি। 

srabanti
  • 6/7

কেবিন ক্রু সুপারভাইজার ছাড়াও একটি জিম রয়েছে রোশনের। বিয়ের পর আরবানার ফ্ল্যাটে থাকতে শুরু করেছিলেন নবদম্পতি। শ্রাবন্তী সেখানেই রয়েছেন।

srabanti
  • 7/7

২০১৬য় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর সেই বছরই মডেল কিষাণ বিরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্যে ভেঙেও যায় সেই সম্পর্ক। তারপরে ২০১৯ সালে রোশনের সঙ্গে বিয়ে করেন নায়িকা। 

Advertisement