মুক্তি পেয়েছে শ্রীমন্ত সেনগুপ্তের ছবি 'আবার বছর কুড়ি পরে'। ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে হাজির কলাকুশলী সহ টলিপাড়ার তারকারা।
ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সুমন্ত মুখোপাধ্যায়, রবি সাউ, স্বাগতা বসু, পুশন দাশগুপ্ত, তনিকা বসু, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বনিক, দিব্যশা দাস, আর্য দাশগুপ্ত সহ আরও অনেকে।
গত বছর ফ্রেন্ডশিপ ডে -র দিন সামনে এসেছিল ছবির প্রথম লুক। প্রথমে কথা ছিল ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বন্ধুত্বের ছবি। তবে পরে করোনা পরিস্থিতির জন্য সেই তারিখ পিছিয়ে, ছবি মুক্তি পায় ১৮ ফেব্রুয়ারি।
'আবার বছর কুড়ি পরে' ছবির মূল বিষয়বস্তু -বন্ধুত্ব, নস্ট্যালজিয়া ও বন্ধুদের রিইউনিয়ন। নয়ের দশকের শেষের দিকের কলকাতার প্রেক্ষাপট, স্কুলের বন্ধুবান্ধব, নস্টালজিয়া এবং কয়েকটি অন্যান্য নানা ট্যুইস্ট নিয়ে তৈরি হয়েছে ছবিটি।
স্কুল বন্ধুদের একটি গ্রুপের রিইউনিয়ন হবে, যারা তাদের নিজ নিজ জীবনের অশান্তিতে প্রাণ খুলে হাসতেও ভুলে গেছে। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে তারা ব্যস্ত হয়ে পড়ে।
নিজেদের প্রাপ্তবয়স্ক জীবনের একঘেয়েমি থেকে ২০ বছর পরে সোনালী দিনগুলিতে পুনরায় ফেরত পেতে চায় তারা।
অরুণ এমন একজন ব্যক্তি যিনি সফল হতে একেবারে শূন্য থেকে কাজ শুরু করে। তবে কর্পোরেট দুনিয়ার চাপে হারিয়ে যায়।
নীলা তার স্বামী, সন্তান- সংসার নিয়ে ব্যস্ত। ছবির আরও একটি চরিত্র দত্তা, শুধুমাত্র কলকাতায় থাকে। দীর্ঘদিন ধরে সে একটি রিইউনিয়নের প্ল্যান করছে।
বিভিন্ন শহরে থাকা এই বন্ধুরা কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আবার এক জায়গায় হয়, তা এই ছবিতে বিশেষভাবে দেখা যাবে।
ছবির গল্প ও চিত্রনাট্য শ্রীমন্ত সেনগুপ্ত এবং মোনালী সেন চৌধুরীর। সংলাপ লিখেছেন শ্রীমন্ত নিজেই। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন প্রতীপ মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা রণজয় ভট্টাচার্যের।