scorecardresearch
 
টলিউড

PHOTOS: সৌরসেনী কি সিঙ্গল? জন্মদিনে জানুন নায়িকা-সংবাদ

সৌরসেনী
  • 1/10

সৌরসেনী মৈত্র। বলিউড থেকে কেরিয়ার শুরু করলেও এখন টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা।

সৌরসেনী
  • 2/10

শুধুমাত্র ব্যস্তই নয়, তার সঙ্গে যে সমস্ত অভিনেত্রী অভিনয় প্রতিভার জন্য দর্শকদের মন জিতেছেন, সৌরসৈনী তাঁদের মধ্যে অন্যতম।

 

সৌরসেনী
  • 3/10

খুব অল্প কিছু দিনের মধ্যে টলিউডের বেশ কয়েক জন নামী পরিচালকদের সঙ্গে কাজ করে ফেলেছেন।

সৌরসেনী
  • 4/10

মাছের ঝোল, মেঘনাদ বধ রহস্য, জেনারেশন আমি বা ব্যোমকেশ গোত্র, সব ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌরসেনী। এবং একই সঙ্গে সুবিচার করেছেন।

সৌরসেনী
  • 5/10

একাধিক সাক্ষাৎকারে সৌরসেনী জানিয়েছেন, আগামী দিনে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অপর্ণা সেনের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।

 

সৌরসেনী
  • 6/10

বিজ্ঞাপনী ছবিতেও টলি-বলি ইন্ডাস্ট্রির একাধিক নামী পরিচালকের সঙ্গেও কাজ করে ফেলেছেন।

সৌরসেনী
  • 7/10

টলিউডে প্রায় এক দশকের কাছাকাছি সময় কাটিয়ে ফেললেও এখনও স্বজনপোষণ বা কাস্টিং কাউচের মতো অভিজ্ঞতার সম্মুখীন এখনও হননি সৌরসেনী।

সৌরসেনী
  • 8/10

টলিউডে তথা কথিত কোনও গড ফাদার নেই তাঁর। কিন্তু প্রতিভা তাঁকে আজ স্বআসনে প্রতিষ্ঠিত করেছে। তবে নায়িকার আফসোস তিনি প্রেম নিয়ে পরামর্শ দিলেও তাঁর নিজের কোনও মনের মানুষ এখনও নেই।

 

সৌরসেনী
  • 9/10

সিনেমার সঙ্গে সঙ্গে লালবাজার ওয়েব সিরিজেও তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছে। সিরিজের প্রথম ভাগ যেখানে শেষ হয়েছে, সেখান থেকে দ্বিতীয় অধ্যায়ের রেশ থেকেই যায়। দ্বিতীয় ভাগে সৌরসেনীকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

সৌরসেনী
  • 10/10

আজ অভিনেত্রীর জন্মদিনে আজতক বাংলার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং আগামীর জন্য অভিনন্দন। ছবি সৌজন্য: সৌরসেনীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল।