Advertisement
মনোরঞ্জন

PHOTOS: নির্বাচনী প্রচারের মাঝেই মোহময়ী ফটোশ্যুট নুসরতের!

  • 1/8

অভিনেত্রী ও তৃণমূল- কংগ্রেস সাংসদ নুসরত জাহানের স্টাইল স্টেটমেন্ট বিভিন্ন সময়ে আলোচিত। তাঁর সোশ্যাল পেজে উঁকি মারলেই বিভিন্ন স্টাইলিশ লুক ধরা পরে তাঁর। ব্যক্তিগত হোক কিংবা পেশাগত, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখেন নুসরত।  

  • 2/8

এই মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত আছেন নুসরত। আর তার মাঝেই ফটো শ্যুটও সেরে ফেলেছেন নায়িকা। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করার পর ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nusrat (@nusratchirps)

  • 3/8

ব্যক্তিগত জীবন কিংবা রাজনীতি, বিগত কয়েকদিন বারবারই চর্চায় এসেছেন তিনি। নেটাগরিক থেকে সাধারণ মানুষ, অনেকের কটাক্ষের শিকার হয়েছেন বহুবার। তবুও অভিনেত্রী 'কেয়ার নট অ্যাটিটিউডেই' থাকতে পছন্দ করেন।

Advertisement
  • 4/8

নুসরত জাহানের এই ছবিগুলিতে ফ্যানেরা বিভিন্ন রকমের কমেন্ট করছেন। কেউ লিখেছেন উষ্ণ মন্তব্য তো কেউ আবার ট্রোল করতেও ছাড়েননি তাঁকে। 

  • 5/8

একজন নেটিজেন আবার লিখেছেন,"একজন সাংসদের এসব মানায় না।" অন্য আরেকজন লিখেছেন, "আপনার এসব করা উচিত না।"
 

  • 6/8

ছবিতে পীচ রঙা লং গাউনে মোহময়ী অবতারে দেখা যাচ্ছে তাঁকে। মেকআপেও রয়েছে ম্যাট লুক। ছবিগুলি তোলা হয়েছে অনেকটা ডার্ক শেডের থিমে। 
 

  • 7/8

গত ১২ মার্চ মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ব্রাত্য বসু পরিচালিত ছবি 'ডিকশনারি'। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়।  ছবিতে স্বামী-স্ত্রীয়ের ভূমিকায় দেখা গেছে তাঁদের। এছাড়াও তাঁর পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত' এখন মুক্তির অপেক্ষায়। নুসরতের হাতে রয়েছে আরও দুটি ছবির স্ক্রিপ্ট। কথা এগোলে খুব শীঘ্রই সে বিষয়েও জানাবেন তিনি।  

Advertisement
  • 8/8

এর আগে আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরত বলেছিলেন, "এই কয়েক মাস প্রচণ্ড ব্যস্ততা চলবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের জন্যে এখন কোনও ছবির কাজ করবো না।"  (সমস্ত ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম) 

Advertisement